মাসে মাত্র ১২৬.২৫ টাকা খরচে প্রতিদিন পাবেন ২ জিবি হাইস্পিড ডেটা! BSNL-র প্ল্যান শুনলে চমকে যাবেন
credit: Getty Images
TV9 Bangla
বাকিদের মাত করে দিতে গত কয়েক মাস ধরেই সচেষ্ট রাষ্ট্রীয় মালিকানাধীন টেলিকম সংস্থা। অবিশ্বাস্য দামে খুবই কম খরচে একের পর এক প্ল্যান নিয়ে এসেছে তাঁরা। মাসে ১২৭ টাকা খরচ করলেই রয়েছে দারুণ প্ল্যান।
বিএসএনএল-এর এই দুর্দান্ত প্ল্যানটি বার্ষিক প্ল্যান। যার দাম ১৫১৫ টাকা। অর্থাৎ মাস গেলে খরচ পড়বে ১২৬.২৫ টাকা। জানেন কী কী সুযোগ সুবিধা রয়েছে এই প্ল্যানে?
বিএসএনএল-এর এই প্ল্যানে পাবেন প্রতিদিন ২ জিবি হাইস্পিড ইন্টারনেট। তবে বিশেষ এই প্ল্যানে গ্রাহকরা কল করার সুবিধা পাবেন না। এই প্ল্যানটির ভ্যালিডিটি ৩৬৫ দিন।
এত কম দামে ২ জিবি হাইস্পিড ইন্টারনেট সহ আর কোনও প্ল্যান অন্য কোনও সংস্থার নেই। জিও বা এয়ারটেলের যে সব ডেটা প্ল্যান এই মূহুর্তে রয়েছে তাঁর বৈধতা ৩৬৫ দিন নয়।
বিএসএনএল -এর অফিসিয়াল সাইটে গিয় ডেটা ভাউচার বিভাগে গেলেই খুঁজে পাবেন এই স্পেশাল প্ল্যান। এটি একটি ডেটা প্ল্যান, এতে ফোন করার সুবিধা পাওয়া যাবে না।
এর আগেও একাধিক প্ল্যান এনে গ্রাহকদের চমকে দিয়েছে বিএসএনএল। ৩৬৫ দিনের জন্য ১১৯৮ টাকা খরচ করলে পাওয়া যাবে প্রতি মাসে ৩০০ মিনিট ভয়েস কল, ৩ জিবি হাইস্পিড ইন্টারনেট।
৩৩৬ দিনের জন্য ১৪৯৯ টাকার একটি প্ল্যান রয়েছে বিএসএনএলের। এই প্ল্যানে থাকছে আনলিমিটেড কলের সুবিধা, ১০০টি বিনামূল্যে এসএমএস ২৪ জিবি হাইস্পিড ইন্টারনেট।
৩৬৫ দিনের জন্য ১৮৯৯ টাকার প্ল্যান বেশ ভাল। এই প্ল্যানে যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কল, ৬০০জিবি হাইস্পিড ডেটা এবং প্রতিদিন ১০০টি বিনামূল্যে SMS-এর সুবিধা পাওয়া যাবে। থাকছে নানা অ্যাপের প্রিমিয়াম অ্যাকসেস।