হাইকিং-ট্রেকিং করতে পছন্দ করেন? দুটোর মধ্যে পার্থক্য জানেন না ৯০ শতাংশই
credit:Getty Images
TV9 Bangla
পাহাড় ছুটে যান কেউ হাওয়া বদলের জন্য। কেউ কেউ ছুটে যান নেশার টানে। খারাপ কোনও নেশা নয়। বরং প্রকৃতির অপরূপ সৌন্দর্য্য এবং সবুজের টানে।
তার উপর আজকাল আবার নতুন প্রজন্মের মধ্যে অ্যাডভেঞ্চারে যাওয়ার শখ বেশি। কঠিন পাহাড়ি রাস্তায় ট্রেকে বা হাইকিংয়ে যাওয়ার অনেকের কাছেই একটা প্যাশন। ট্রেক করতে বা হাইকিং করতে তো যান। কিন্তু দুটোর মধ্যে কি পার্থক্য জানেন?
হাইকিং অর্থাৎ পাহাড়ি রাস্তায় দীর্ঘ পথ হাঁটা। এই ক্ষেত্রে যাত্রাপথ আগে থেকেই সুনির্দিষ্ট থাকে। এতে একদিন সময় লাগতে পারে অল্প সময়ে হতে পারে। ট্রেকিং দীর্ঘ যাত্রাপথ। যা পাহাড়ি এবড়ো খেবড়ো রাস্তার মধ্যে দিয়ে হয়। কখনও কোনও রাস্তাও না থাকতে পারে। এটি আরও শক্ত।
হাইকিং সাধারণত কোনও বন, পাহাড় বা ন্যাশানাল পার্ক জাতীয় এলাকাতেই হয়। এই ক্ষেত্রে গন্তব্যের রাস্তা নির্দিষ্ট। ট্রেকিং করার সময় কোনও রাস্তা নাও থাকতে পারে। খাড়া পাহাড় বা বনভূমির মধ্যে দিয়েও এগিয়ে যেতে হতে পারে।
মোটামুটি সুস্থ স্বাভাবিক হলেও আপনি হাইকিংয়ে যেতে পারবেন। এই ক্ষেত্রে সাধারণত শারীরিক পরিশ্রম কম হয়। ট্রেকিং অত্যন্ত কঠিন হতে পারে, সেক্ষেত্রে হাই স্ট্যামিনা, সহনশীলতা এবং ট্রেনিংয়ের প্রয়োজন হতে পারে।
হাইকিং সাধারণত বিনোদনমূলক। ফলে নিজের মনের মতো ধীমে তালে দৃশ্য উপভোগ করতে করতে যেতে পারবেন। প্রকৃতি অন্বেষণের সুযোগ পাবেন। ট্রেকিং যেমন প্রকৃতি উপভোগের সুযোগ আছে তেমনই প্রত্যন্ত অঞ্চলের মধ্যে দিয়ে যাওয়া বেশ শক্ত কাজ।
হাইকিংয়ের জন্য সরঞ্জাম খুব নূন্যতম হলেই চলে। ভাল জুতো, জল, একটি ডে-প্যাক হলেই চলে। ট্রেকিংয়ে ব্যাকপ্যাক, তাঁবু, খাবারদাবার, গাইড সহ আরও নানা জিনিস প্রয়োজন হতে পারে। কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে।
হাইকিং ট্রেইলগুলি সাধারণত শহর বা শহর থেকে সহজেই অ্যাক্সেসযোগ্য। তবে ট্রেকিং দূরবর্তী স্থানে শুরু হয় এবং পরিকল্পনা ও অনুমতির প্রয়োজন হয়।