26 DEC 2024

কোন রাশির জাতক কী রকম যৌনতায় খুশি হন?

credit: Getty Images

TV9 Bangla

মানুষের প্রাথমিক শারীরিক চাহিদাগুলির মধ্যে একটি হল যৌন চাহিদা। প্রকৃতির নিয়মেই শারীরিক মিলনে আবদ্ধ হয় পুরুষ-নারী।

সবার যে এক রকমের মিলন পছন্দ এমনটা নয়। একেক জনের একেক রকমের মিলন পছন্দ। জানেন কোন রাশির জাতক-জাতিকার কী ধরনের যৌনতা পছন্দ?

মেষ রাশির জাতকদের এক ঘেয়ে যৌন জীবন পছন্দ নয়। একই ধরনের মিলন এঁদের পছন্দ নয়। বৃষ রাশির জাতকরা আবার মিলনের সময় তাড়াহুড়ো করলে বা নিত্যনতুন পরীক্ষা করতে গেলে বিরক্ত হয়।

মিথুন রাশির জাতকদের কাছে স্বাধীনতা আসল, বেশি অ্যাফেকশন পছন্দ নয়। কর্কট রাশির জাতকরা আবার অল্পেতে আহত বোধ করেন। তাই এঁদের সঙ্গে শারীরিক সম্পর্কের সময়ে সাবধান।

সিংহ রাশির একটু নিজেদের চাহিদার কথা মুখ ফুটে সঙ্গীকে বলতে পারেন না। এঁদের মনের কথা বুঝে নিতে হয়। তুলা রাশির জাতকরা আবার অভিজাত পরিবেশে মিলন পছন্দ করেন।

কন্যা রাশির জাতকদের অ্যাগেসিভ সেক্স, যৌন কথা বার্তা পছন্দ হয় না। এঁরা শান্ত, আরামদায়ক যৌনতা পছন্দ করেন। বৃশ্চিক রাশির জাতকদের সঙ্গে মিলনের সময় ভেবে কথা বলা প্রয়োজন।

ধনু রাশির জাতকরা যৌনতায় নিত্য নতুন পরীক্ষা করতে ভালবাসেন। একই ধরনের মিলন এঁদের বিরক্তির কারণ। মকর রাশির জাতকদের কাছে কাজ প্রধান। তাঁর পর সময় ও ইচ্ছা থাকলে তবেই মিলন চান এঁরা।

কুম্ভ রাশির জাতকরা যৌনতার সময় রাশ নিজের হাতে রাখতে পছন্দ করেন। মীন রাশির জাতকদের সঙ্গে মিলন সুখের করতে হলে এঁদের সঙ্গে যৌন কথা বার্তা বলতে হবে না হলে এঁরা উত্তেজনা বোধ করেন না।