07 JUN 2025

বিছানায় বসে খাবার খান? বাস্তুর উপর কী প্রভাব পড়ছে জানেন?

credit:TV9

TV9 Bangla

বিছানা থেকে উঠতে বা নামতে আর ভাল লাগছে না। তাই বিছানায় বসেই খাওয়া দাওয়াটা সেরে নিলেন। অনেকে আবার অভ্যাসবশত বিছানায় খাবার খান। কিন্তু এতে আপনার বাস্তুর উপর কী প্রভাব পড়ছে জানেন?

বাস্তুশাস্ত্র মতে বিছানা বিশ্রামের স্থান। এখানে খাবার খেলে ওই স্থানে জমে থাকা খাবারের শক্তি ও গন্ধ নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে।

বিছানায় বসে অনিয়মিত ভঙ্গিমায় খাবার খেলে হজমের সমস্যা হতে পারে। বাস্তু মতে শরীরের জৈবিক ভারসাম্যও এতে ব্যাহত হয়।

খাবারের গন্ধ ও বর্জ্য বিছানার চারপাশে থেকে গেলে ঘুমের মান খারাপ হয়। বাস্তু অনুযায়ী এটি মানসিক শান্তিতে প্রভাব ফেলে। মেজাজ খিটখিটে হয়ে যায়, বাড়িতে অশান্তি হয়।

যাঁরা প্রতিনিয়ত বিছানায় বসে খান, তাঁদের দাম্পত্য বা পারিবারিক সম্পর্কে অস্থিরতা আসতে পারে বলেই উল্লেখ আছে বাস্তুশাস্ত্রে।

বাস্তু মতে খাবারের অপব্যবহার বা অপমান অর্থ-লক্ষ্মীর বিরূপ প্রভাব ডেকে আনে। বিছানায় খাবার খেলে তা অনাকাঙ্ক্ষিত ব্যয় বা অর্থকষ্টের কারণ হতে পারে।

খাবারের টুকরো, তেল-মশলা বিছানায় পড়ে গেলে পরিবেশ অপবিত্র হয়, যা বাস্তু অনুযায়ী অশুভ। বিছানায় বসে খাওয়া মানে অলসতা। এটি মানসিক উদ্যম ও কর্মক্ষমতা কমিয়ে দেয়, যা বাস্তু শক্তিকে দুর্বল করে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।