07 MAR 2025
বাড়িতে এই গাছ লাগিয়ে দেখুন, কী ভাবে সুখে ভরে জীবন!
credit:Meta AI
TV9 Bangla
হিন্দু ধর্ম মতে বিভিন্ন গাছপালার আলাদা আলাদা গুরুত্ব রয়েছে। যেমন তুলসী বা বেল গাছকে পবিত্র বলে মনে করা হয়। তেমনই বিশেষ গুরুত্ব রয়েছে আমলকি গাছেরও।
শাস্ত্র মতে স্বয়ং সংসারের পালন কর্তা ভগবান বিষ্ণুর বাস এই আমলকি গাছে। হিন্দু বিশ্বাস অনুসারে আমলকি গাছের প্রতিদিন পুজো করা ভাল।
এই গাছের নিয়মিত আরাধনা করলে তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বাস্তুশাস্ত্র মতে বাড়িতে আমলকি গাছ লাগানো খুবই শুভ।
শাস্ত্র মতে এই গাছ বাড়িতে লাগালে সংসারে সুখ, সমৃদ্ধি বয়ে আনে। সর্বদা শান্তি বিরাজমান থাকে। এমনকি বহু দিনের জমে থাকা দুঃখ, কষ্ট দূর হয়।
অনেক সময় নানা কারণে আমাদের জীবনে নেতিবাচক শক্তিতে ভরে যায়। আমলকি গাছ লাগালে তা থেকেও মুক্তি পাওয়া যায়। নেতিবাচকতা দূরে থাকে।
বিশ্বাস, বাড়িতে একটি আমলকি গাছ লাগালে দেবী লক্ষ্মী স্বয়ং সেই গৃহে বসবাস করেন। দেবীর আশির্বাদে ধন-সম্পদ ও সম্পত্তি, প্রতিপত্তি বৃদ্ধি পায়।
কোথায় লাগালে সুফল মিলবে সেটাও গুরুত্বপূর্ণ। বাস্তু শাস্ত্র বলছে উত্তর, পূর্ব এবং উত্তর-পূর্ব দিকে এই গাছ লাগানো উচিত। এতে শুভ ফল পাওয়া যায়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন