মদ্যপ অবস্থায় গাড়ি চালানো মোটে ভাল কথা নয়। পুলিশ ধরতে পারলে মোটা টাকার ফাইন এমনকি অভব্য আচরণ করলে জেল পর্যন্ত হতে পারে।
ড্রিংক অ্যান্ড ড্রাইভ কেস দিতে গেলে রক্তে অ্যালকোহলের মাত্রা কত তা দেখা হয়। একটি নির্দিষ্ট পরিমাণের বেশি অ্যালকোহল থাকলে তখন জরিমানা করতে পারে পুলিশ।
মাতাল হয়ে গাড়ি চালানোর জন্য পুলিশ জরিমানা করতে পারে। কিন্তু আপনি কি জানেন যে ড্রিংক অ্যান্ড ড্রাইভের জন্য রক্তে কতটা অ্যালকোহল থাকতে হয়?
অধিকাংশই জানেন না, আপনার রক্তের বিএসি বা ব্লাড অ্যালকোহলের নির্দিষ্ট নির্ধারিত সীমা রয়েছে। তা ছাড়িয়ে গেলে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভের ঘটনা ঘটে।
ভারতে ব্যক্তিগত গাড়ির চালকদের জন্য রক্তে অ্যালকোহলের পরিমাণ সীমা ০.০৩ শতাংশ অর্থাৎ ১০০ মিলি রক্তে ৩০মিলিগ্রাম অ্যালকোহল থাকতে পারে। এই অবধি পুলিশ কোনও কেস দেয় না।
বাণিজ্যিক যানবাহন চালালে সেক্ষেত্রে সামান্যতম অ্যালকোহল থাকলেই কিন্তু মুশকিল। বাণিজ্যিক যানবাহনের চালাকদের রক্তে একেবারেই অ্যালকোহল থাকা উচিত নয়।
মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর জন্য মোটর ভেহিকেল অ্যাক্টের ১৮৫ ধারা অনুযায়ী, আপনি যদি প্রথমবার মদ খেয়ে গাড়ি চালাতে গিয়ে ধরা পড়েন, তাহলে আপনার ৬ মাসের জেল বা ২০০০ টাকা জরিমানা হতে পারে।
অনেক ক্ষেত্রে উভয় শাস্তি পেতে পারেন। আপনি যদি তিন বছরের মধ্যে দ্বিতীয়বার ধরা পড়েন তবে আপনার দুই বছরের জেল বা ৩০০০ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ড হতে পারে।