06 JAN 2025

কন্ডোমের বাজারে এগিয়ে কে? ভারতে কার চাহিদা তুঙ্গে?  

credit: Getty Images

TV9 Bangla

সারা বিশ্ব জুড়েই একটি জিনিস চাহিদা থাকে তুঙ্গে। তা হল কন্ডোম। গোটা বছর জুড়ে দাপিয়ে ব্যবসা করে এই সব নির্মাণকারী সংস্থাগুলি।

কোটি কোটি টাকার টার্ন ওভার হয় কন্ডোম বিক্রি করে। কিন্তু সব থেকে চাহিদা বেশি কোন সংস্থার কন্ডোমের জানেন? ভারতেই বা কাদের কন্ডোমের বাজার সবচেয়ে ভাল?

ব্রিটেনের কন্ডোম প্রস্তুতকারী সংস্থা রেকিট বেনকিসারের তৈরি কন্ডোম ডিউরেক্স। গোটা বিশ্বে এই কন্ডোমের চাহিদাই সবচেয়ে বেশি। বিভিন্ন ধরনের ডিউরেক্স কন্ডোম পাওয়া যায়।

কিমোনো কন্ডোম, বিশ্ব বাজারে এই কন্ডোমের চাহিদাও বেশ ভাল। ল্যাটেক্স ইঞ্জিনিয়ারিংকে কাজে লাগিয়ে এঁরা কন্ডোম প্রস্তুত করেন।

ভারতে যাঁরা থাকেন, তাঁরা ম্যানফোর্স কন্ডোম সমন্ধে অবগত। ভারতীয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ম্যানকাইন্ডের কন্ডোম ম্যানফোর্সের চাহিদা এই দেশে সবচেয়ে বেশি।

ভারতীয় সংস্থা গোদরেজ কোম্পানিও কন্ডোম প্রস্তুত করে। তাঁদের কন্ডোম বাজারে বেশ জনপ্রিয়। কামা সূত্রা কন্ডোমটি ভারতের সঙ্গেই বিদেশের বাজারে বহুল বিক্রিত কন্ডোম।

হিন্দুস্থান ল্যাটেক্স ফ্যামিলি প্ল্যানিং প্রোমশন ট্রাস্টের কন্ডোম ভারতীয় বাজারে বেশ জনপ্রিয় বলে খবর। এই কন্ডোমের বিক্রিও বেশ ভাল।

প্রসঙ্গত, অনলাইন পণ্য বিক্রেতা সাইটগুলিতে নববর্ষের সময় ব্যপক বিক্রি হয়েছে কন্ডোমের। বিশেষ করে ম্যানকাইন্ড সংস্থার ৩ দিনে কন্ডোম বেচে ২০০০ কোটি টাকার বেশি লাভ হয়েছে।