30 DEC 2024

বিশ্বের কোন দেশে নিরামিষাশীর সংখ্যা সবচেয়ে বেশি জানেন?   

credit: Getty Images

TV9 Bangla

গত কয়েক বছরে মানুষের মধ্যে বেড়েছে পশু এবং পরিবেশ সম্পর্কে সচেতনতা। ফলে গোটা বিশ্বে বহু মানুষ আমিষ ছেড়ে নিরামিষ খাবারের দিকে ঝুঁকেছেন। জানেন বিশ্বের কোন দেশে নিরামিষাশীর সংখ্যা সবচেয়ে বেশি?   

পরিসংখ্যান বলছে বিশ্বের সবচেয়ে বেশি নিরামিষাশী রয়েছে ভারতেই। ভারতে মোট জনসংখ্যার ৩০ শতাংশই নিরামিষাশী।

নিরামিষাশীর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইসরায়েল। এই দেশের মোট জনসংখ্যার ১৩ শতাংশই হয় নিরামিষাশী নয় ভেগান।

ক্যাঙ্গারুর দেশ অস্ট্রেলিয়া। এই দেশেই আছে বিশ্বের তৃতীয় বৃহত্তম নিরামিষাশী জন গোষ্ঠী। এখানকার ১২ শতাংশ মানুষই মাছ-মাংস-ডিম ত্যাগ করেছেন।

চতুর্থ স্থানে কিন্তু আছে বেশ কয়েকটি দেশ। পরিবেশ সচেতন হয়ে কানাডা এবং নিউ জিল্যান্ডের প্রায় ১০ শতাংশ মানুষই আমিষ খাওয়া ছেড়েছেন।

জার্মানি, ইতালি এবং তাইওয়ানেও মোট জনসংখ্যার মধ্যে প্রায় ১০ শতাংশই নিরামিষাশী। এখানেও অনেকেই মাছ-মাংস থেকে মুখ ফিরিয়েছেন।

সুইডেনেও নিরামিষাশীর সংখ্যা নেহাত কম নয়। প্রায় ৯ শতাংশ মানুষ মাছ-মাংস ছেড়ে সবুজ খাবার দাবারকেই বেছে নিয়েছেন।

যুক্তরাজ্যের একটা বড় অংশ বর্তমানে নিরামিষ খেয়েই জীবন যাপন করেন। পরিসংখ্যান বলছে এখানকার প্রায় ৭-১০ শতাংশ মানুষ নিরামিষাশী।