রাস্তায় এক শালিক দেখা সত্যিই অশুভ? জ্যোতিষশাস্ত্র বলছে…
TV9 Bangla
Credit - Pinterest
তাড়াহুড়ো করে অফিস যাচ্ছেন, বা রয়েছে কোনও পরীক্ষা, কিংবা দিতে যাচ্ছেন চাকরির ইন্টারভিউ, এমন অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় এক শালিক পাখি নজরে পড়ল...
ব্যস, এমন অবস্থায় অনেকের মন খারাপ হয়ে যায়। কারণ প্রচলিত বিশ্বাস এমনটাই যে, সকাল সকাল এক শালিক দেখা অশুভ। আসল সত্যিটা কী?
ভারতে শালিক পাখি খুবই সাধারণ। এই পাখি ময়না নামেও পরিচিত। শালিক পাখি ঘিরে নানা মানুষের নানা বিশ্বাস রয়েছে।
অনেকে যেমন মনে করেন একটি শালিক পাখি দেখা অশুভ। তেমনই অনেকের বিশ্বাস জোড়া শালিক দেখা শুভ। তা দেখলে যে কাজে রওনা দেবেন, তার ফল ভালো হবে।
বেশ কিছু প্রাচীন গ্রন্থে এটা উল্লেখ রয়েছে যে বহু পশু, পাখি মানুষের ভাগ্যের চাকা ঘোরাতে পারে। বাস্তুশাস্ত্রে ও লোকবিশ্বাস অনুসারে এটা মানা হয়।
শালিক পাখি কারও ভাগ্যের চাকা সত্যি পরিবর্তন করে দিতে পারে কি না, সেই নিয়ে কোনও তথ্য অবশ্য জ্যোতিষশাস্ত্রে নেই।
সকালে বাড়ির কাছে বা বাড়ি থেকে বেরিয়ে এক শালিক দেখা যে অশুভ মনে করা হয়, তার কোনও বৈজ্ঞানিক ব্যাখ্যাও নেই।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রচলিত বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।