14 JUN 2025

সুখ-সমৃদ্ধির জন্য বাড়িতে গণেশ মূর্তি রাখছেন? সঠিক জায়গা জানেন তো?

credit:TV9

TV9 Bangla

বাড়ির সদর দরজায় গণেশ মূর্তি রাখা শুভ কিনা, তা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী গণেশজি হলেন বিঘ্নহর্তা। অর্থাৎ যিনি সমস্ত বাধা দূর করে সমৃদ্ধি প্রদান করেন। তাই গণেশ মূর্তি প্রবেশপথে রাখা শুভ। তবে আছে কিছু নিয়ম, না মানলে হতে পারে বিপদ।

সদর দরজার বাইরে রাখতে পারেন। গণেশ মূর্তির মুখ বাইরে দিকে রাখা উচিত, যাতে তিনি বাড়ির অভ্যন্তরে প্রবেশ করতে চাওয়া অশুভ শক্তি ও বাধা দূর করতে পারেন।

পুজোর ঘর বা বাড়ির উত্তর-পূর্ব কোণ (ঈশান কোণ) শুভ স্থান। গণেশ মূর্তি বা ছবি উত্তর-পূর্ব দিকে স্থাপন করলে সর্বোত্তম ফল পাওয়া যায়।

ড্রয়িংরুমের উত্তর বা পূর্ব দেওয়ালেও গণেশ মূর্তি রাখা যায়, যা বাড়িতে শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসে বলেই বিশ্বাস।

মনে রাখবেন, গণেশ মূর্তি কখনও ভাঙা বা ক্ষতিগ্রস্ত হলে তা ঘরে না রাখাই ভাল। পাশাপাশি মূর্তি একাধিক না রেখে একটিই রাখা উত্তম।

কী ধরনের মূর্তি স্থাপন করবেন সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। জ্যোতিষবিদরা বলেন, পাথর, মাটি বা পিতলে তৈরি মূর্তি শুভ হিসেবে গণ্য করা হয়।

বাড়ির পূর্ব বা পশ্চিক দিকেও গণেশ মূর্তি রাখা যেতে পারে। বাড়ি বা দোকানে মূর্তি রাখার সময়ে লক্ষ্য রাখতে হবে যাতে, গণেশের পা যেন মাটি স্পর্শ করে। এর ফলে সাফল্য লাভের পথ সহজ হবে।

সিঁড়ির নীচে বা পাশে গণেশ মূর্তি স্থাপন করা উচিত নয়। এতে গণেশের অপমান হয়। বাড়ির দক্ষিণ দিকে কখনও গণেশ মূর্তি রাখতে নেই।