একজন ট্রেনের লোকো পাইলট কত বেতন পান? আপনিও কী আবেদন করতে পারেন?
insomnia 3

30 JAN 2025

একজন ট্রেনের লোকো পাইলট কত বেতন পান? আপনিও কী আবেদন করতে পারেন?  

credit:Meta AI

image

TV9 Bangla

অনেকের ইচ্ছা ভারতীয় রেলে চাকরি করবেন। বিশেষ করে রেলের লোকো পাইলট হতে চান অনেকেই। লোকো পাইলটের কাজ হল ট্রেন চালানো।

অনেকের ইচ্ছা ভারতীয় রেলে চাকরি করবেন। বিশেষ করে রেলের লোকো পাইলট হতে চান অনেকেই। লোকো পাইলটের কাজ হল ট্রেন চালানো।

ট্রেন চালানো কিন্তু গাড়ি চালানোর মতো অত সহজ নয়। কী ভাবে হওয়া যায় লোকো পাইলট? কী যোগ্যতা প্রয়োজন? রইল বিস্তারিত।

ট্রেন চালানো কিন্তু গাড়ি চালানোর মতো অত সহজ নয়। কী ভাবে হওয়া যায় লোকো পাইলট? কী যোগ্যতা প্রয়োজন? রইল বিস্তারিত।

লোকো পাইলট হতে গেলে প্রথমে দ্বাদশ শ্রেণী বা সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে। তার সঙ্গেই প্রয়োজন মেকানিকাল, ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান, ওয়্যারম্যান, ইলেকট্রিকাল বা অটোমোবাইল ইত্যাদিতে ২ বছরের আইটিআই শংসাপত্র।

লোকো পাইলট হতে গেলে প্রথমে দ্বাদশ শ্রেণী বা সমতুল্য পরীক্ষা পাশ হতে হবে। তার সঙ্গেই প্রয়োজন মেকানিকাল, ইলেকট্রিক্যাল, টেকনিশিয়ান, ওয়্যারম্যান, ইলেকট্রিকাল বা অটোমোবাইল ইত্যাদিতে ২ বছরের আইটিআই শংসাপত্র।

লোক পাইলটে আবেদনের সর্ব নিম্ন বয়স ১৮ বছর। সর্বোচ্চ বয়স ৩০। সংরক্ষিত শ্রেণীর প্রার্থী হলে কিছুটা ছাড় রয়েছে।

উপরের যোগ্যতার মানদণ্ড পূরণ হলে তবেই আপনি লোকো পাইলটের পরীক্ষায় বসতে পারেন। এরপরে দুটি ধাপে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা দিতে হবে।

এই পরীক্ষায় উত্তীর্ণ হলে প্রার্থীদের ইন্টারভিউ, মেডিকেল টেস্ট ও সাইকোমেট্রিক টেস্ট করা হয় ধাপে ধাপে। এই সবে পাশ করলে তখন যাচাই করে দেখা হয় সব নথি।

সব কিছুতে উত্তীর্ণ হলে, তখন নির্বাচিত প্রার্থীদের ডাকা হয় প্রশিক্ষণের জন্য। লোকো পাইলত হিসাবে প্রশিক্ষন শেষ হলে, তারপরে মালবাহী ট্রেনে মোতায়েন করা হয় সহকারী লোকো পাইলট হিসাবে।

প্রথম নিয়োগের পরে সাধারণত ৩০-৩৫ হাজার টাকা বেতন পান লোকো পাইলটরা। যা ধীরে ধীরে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বাড়তে থাকে।