কুসংস্কার নয় ট্রাকের পিছনে ছেঁড়া জুতো ঝোলানোর নেপথ্যে আছে বৈজ্ঞানিক কারণ
credit: Getty Images
TV9 Bangla
রাস্তা ঘাটে চলার সময় হামেশাই আমরা লরি বা ট্রাক দেখি। রং বেরঙের সব লরি। তাঁদের গায়ে আবার নানা ধরনের লেখা থাকে। সঙ্গে কোনও কোনও ট্রাকে জুতো ঝোলানো থাকে।
ট্রাক ছাড়ো অনেক বাসের সামনে বা পিছনে ছেঁড়া জুতো ঝুলিয়ে রাখার চল রয়েছে। অনেকেই ভাবেন নজর লাগার হাত থেকে বাচতেই এই বন্দোবস্ত। কুসংস্কার ভেবেই উড়িয়ে দেন।
তবে কেবল কুসংস্কার বা লোকবিশ্বাস নয়, এই জুতো ঝোলানোর পিছনে কিন্তু আছে বৈজ্ঞানিক যুক্তিও। জানেন কেন ঝোলানো হয় ছেঁড়া জুতো?
এখন গোটা লরি শুদ্ধু মেশিনের উপরে তুলে দিয়ে তার ওজন করা হয়। কিন্তু আগে এই মেশিন ছিল না। তাই লরির ওজন করা ছিল খুবই মুশকিল কাজ।
অথচ ওভারলোড হওয়া লরি রাস্তায় বেরোলে বা চললে যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। বিশেষ করে ট্রাকের টায়ায় ফেটে যাওয়ার সমূহ সম্ভাবনা ছিল।
ঠিক এই কারণেই ট্রাকের পিছনে ছেঁড়া জুতো ঝোলানো হত। তারপরে ট্রাকে মাল বোঝাই করা হত। ওভারলোড হলে ট্রাকের চাকা বসে যাবে।
জুতো মাটিতে ঠেকলে বুঝতে হবে ওভারলোড হয়ে গিয়েছে। তখন আবার ট্রাক খানিকটা হালকা করে নেওয়া হত।
জুতো মাটির থেকে সামান্য উপরে থাকা মানে ট্রাক ভর্তি। এই ভাবেই ধীরে ধীরে প্রচলিত হয়ে যায়, ট্রাকে ছেঁড়া জুতো ঝোলালে তা শুভ, এবং এটি দুর্ঘটনার হাত থেকে ট্রাককে রক্ষা করবে।