হাতের তালু চুলকানো কীসের লক্ষণ? সত্যিটা জানেন না ৯০ শতাংশ
Credits:, TV9
TV9 Bangla
হাতের তালু চুলকানোকে অনেকেই কুসংস্কার বলে মনে করেন। তবে সমুদ্রশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এর কিছু গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে। বিশ্বাস করা হয়, শরীরের নির্দিষ্ট অংশে চুলকানি হলে তা ভবিষ্যতের কিছু ঘটনা বা পরিবর্তনের পূর্বাভাস।
জ্যোতিষ ও সমুদ্রশাস্ত্র অনুযায়ী, পুরুষদের ক্ষেত্রে ডান হাতের তালু চুলকানো অর্থ লাভের ইঙ্গিত। শীঘ্রই আর্থিক লাভের সুযোগ আসতে পারে। যেমন - বেতন বৃদ্ধি, ব্যবসার লাভ বা পূর্বের পাওনা টাকা ফেরত পাওয়া।
মহিলাদের ক্ষেত্রে ডান হাত চুলকানোকে ভাল ফলের পূর্বাভাস হিসেবে ধরা হয় না। অনেকে মনে করেন, এটি অর্থ ব্যয়ের বা আর্থিক ক্ষতির লক্ষণ হতে পারে।
পুরুষদের জন্য বাঁ হাতের তালু চুলকানো সাধারণত অর্থ ব্যয়ের ইঙ্গিত দেয়। হঠাৎ কোনও খরচ, জরুরি বিল, বা ধার শোধের প্রয়োজনও দেখা দিতে পারে।
অন্যদিকে, মহিলাদের ক্ষেত্রে বাঁ হাত চুলকানো অর্থ আগমন বা লাভের প্রতীক হিসেবে ধরা হয়। অর্থাৎ, এটি একটি শুভ লক্ষণ। অন্য মতে, তালু চুলকালেই টাকা হাতে আসবে বা যাবে, তাই তখন হাত না চুলকে সেই মুহূর্তে হাত ঘষে নিতে হয়।
জ্যোতিষ মতে, হাত চুলকানোর সময় যদি তার দিক অনুযায়ী ব্যবস্থা নেওয়া যায়—যেমন দান, প্রার্থনা, বা সতর্কতা—তাহলে ফলাফল আরও ভালো হয়।
অবশ্য চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, তালু চুলকানো অনেক সময় ত্বকের শুষ্কতা, এলার্জি, স্নায়ুর সমস্যা বা মানসিক চাপের কারণে হতে পারে। তাই দীর্ঘস্থায়ী বা অতিরিক্ত চুলকানি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়াই ভালো।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।