বাঁদিকেই কেন মেয়েরা পরে নাকছাবি? কারণ শুনলে চমকে যাবেন
TV9 Bangla
Credit - Pinterest
মহিলাদের দেখা যায় নানা সময় বিভিন্ন অলঙ্কার পরতে। তার মধ্যে পড়ে নাকছাবি। কোনও মেয়ের নাকে একটি নাকছাবি থাকলে, তা যেন সৌন্দর্য আরও বাড়িয়ে দেয়।
যদি কেউ ভালো করে কোনও মেয়েকে দেখেন, তা হলে নজরে পড়বে যে তারা বেশিরভাগ ক্ষেত্রে নাকের বামদিকে নাকছাবি পরেন। এর নেপথ্যে কি রয়েছে কোনও বিশেষ কারণ?
চলুন সেই নিয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক। অনেক মহিলাই নাকছাবি পরতে ভালোবাসেন। বাচ্চা মেয়েদের একেবারে ছোটবেলাতেই নাকে ছিদ্র করিয়ে দেন বাড়ির বড়রা।
মহিলাদের নাকের বাঁদিকে ছিদ্র করানো একটি ঐতিহ্যবাহী প্রথা। অনেক সংস্কৃতিতে এটি সৌন্দর্য বাড়ানো ও সাজসজ্জার একখানা অংশ।
সৌন্দর্য ছাড়াও নাক ফুটো করার ও নাকছাবি পরার এক বিশেষ কারণ রয়েছে। যা আয়ুর্বেদিক চিকিৎসার সঙ্গে যুক্ত। বলা হয় বাম নাকের ছিদ্র মহিলাদের প্রজনন ব্যবস্থার সঙ্গে যুক্ত।
আয়ুর্বেদ শাস্ত্রে বলা হয়েছে, মহিলাদের বাম দিকে নাক ছিদ্র করা হলে মাসিকের ব্যথার পাশাপাশি প্রসব যন্ত্রণা কমাতে সাহায্য করে।
আধুনিককালে অবশ্য আয়ুর্বেদ শাস্ত্রের কথা মেনে খুব একটা কেউ কান বা নাক ফুটো করান না। এখন কানের দুল ও নাক ফুটো করানোর নেপথ্যে স্টাইলই গুরুত্ব পায় বেশি।
জ্যোতিষশাস্ত্র মতে, বিবাহিত মহিলাদের নাকে নাকছাবি পরা উচিত। তা হলে বৈবাহিক জীবন সুখের হয়। বাড়িতে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে।