সাধারণ নয়, ভারতের এই সব দোলের কথা জানলে চমকে যাবেন
insomnia 3

14 MAR 2025

সাধারণ নয়, ভারতের এই সব দোলের কথা জানলে চমকে যাবেন

credit:PTI

image

TV9 Bangla

বাঙালিদের কাছে যা দোল, গোটা দেশবাসীর কাছে তাই হোলি। ফাল্গুন মাসের চতুর্দশীতে তিথিতে উদযাপন হয় চাঁচর এবং তার পরের দিন দোল।

বাঙালিদের কাছে যা দোল, গোটা দেশবাসীর কাছে তাই হোলি। ফাল্গুন মাসের চতুর্দশীতে তিথিতে উদযাপন হয় চাঁচর এবং তার পরের দিন দোল।

ভারতের মূল বৈশিষ্ট্য হল বৈচিত্র্য। বিভিন্ন উৎসবের সময় তা ফুটে ওঠে। যেমন ধরুন এই বঙ্গে শরৎকালে পূজিত হন দেবী দুর্গা।

ভারতের মূল বৈশিষ্ট্য হল বৈচিত্র্য। বিভিন্ন উৎসবের সময় তা ফুটে ওঠে। যেমন ধরুন এই বঙ্গে শরৎকালে পূজিত হন দেবী দুর্গা।

একই সময় দশ দিন ধরে পালিত হয় নবরাত্রি। আরাধিত হন দেবী দুর্গা। তবে তার পুজো ভিন্ন ভিন্ন রাজ্যে হয় বিভিন্ন রূপে। তেমনই দোল দেশের নানা প্রান্তে নানা রূপে উদযাপিত হয়।

একই সময় দশ দিন ধরে পালিত হয় নবরাত্রি। আরাধিত হন দেবী দুর্গা। তবে তার পুজো ভিন্ন ভিন্ন রাজ্যে হয় বিভিন্ন রূপে। তেমনই দোল দেশের নানা প্রান্তে নানা রূপে উদযাপিত হয়।

বাংলা থেকে উত্তরপ্রদেশ, প্রায় সব জায়গায় উৎসাহের সঙ্গে পালিত হয় দোল। দেশ-বিদেশ থেকে ছুটে আসেন প্রচুর মানুষ। মেতে ওঠেন রঙের খেলায়।

দোল দেশের অন্যতম প্রধান উৎসব। বিশেষ করে মথুরা এবং বৃন্দাবনবাসীদের কাছে এর মাহাত্ম্য আলাদা। ১৫ দিন এখানে চলের হোলির উদযাপন।

কৃষ্ণের শহর বরসনা। সেখানে আবার হোলি পরিচিত 'লঠমার দোল' হিসাবে। ভক্তেরা সারা বছর অপেক্ষায় থাকেন এই উৎসবের জন্য।

মহারাষ্ট্রে দোল উৎসব পরিচিত 'রং পঞ্চমী' হিসাবে। এখানে দোল খেলা হয় শুকনো এবং গুঁড়ো রং দিয়ে। হরিয়ানায় পালন হয় 'ধুলেন্দি' বা 'দুলান্দি' নামে। এই দিন বিবাহিত মহিলারা 'কোর মার' নামে এক বিশেষ উৎসব পালন করেন।

দক্ষিণ গুজরাটের আদিবাসীরা এই উৎসব পালন করেন লোকগান নাচের মাধ্যমে। মধ্যপ্রদেশের মালওয়া অঞ্চলে হোলির পঞ্চম দিনে পালিত হয় 'রং পঞ্চমী'।