বিবেকান্দের ৭ বাণী, যা সম্পূর্ণ বদলে দিতে পারে আপনার জীবন
credit: Getty Images
TV9 Bangla
জাতীয় যুব দিবস আজ, স্বামী বিবেকানন্দের ১৬২ তম জন্মদিন। তিনি বলেছিলেন, 'ওঠো, জাগো, লক্ষ্যে না পৌছনো অবধি থেমো না।' জানেন তাঁর আর কোন কোন বাণী বদলে দিতে পারে আপনার জীবন?
বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হল নিজের অন্তরের প্রকৃতি। নিজেকে চেনো, নিজের প্রতি বিশ্বাস রাখো।
শক্তি হল জীবন, দুর্বলতা হল মৃত্যু। সম্প্রসারণ হল জীবন, সংকোচন হল মৃত্যু। প্রেম হল জীবন, ঘৃণা হল মৃত্যু।
দিনে অন্তত একবার নিজের সঙ্গে কথা বলো। না হলে তুমি এই পৃথিবীর একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কথা বলার সুযোগ হারাবে।
কখনও ভেবো না আত্মার পক্ষে কিছু অসম্ভব। এরূপ বলা ভয়ানক নাস্তিকতা। যদি পাপ বলে কিছু থাকে, তবে 'আমি দুর্বল' বা 'ওরা দুর্বল'-এরূপ বলা একমাত্র পাপ।
এই জীবনে সবথেকে সুখী, সবচেয়ে সফল সেই মানুষ যিনি কোনও কিছুর প্রত্যাশা না করে নিজের কাজ করে। যিনি যত বেশি স্বার্থত্যাগ করতে পারবেন, তিনি তত বেশি সফল।
যদি গোটা একটা দিনে তুমি একটাও সমস্যার মুখোমুখি না হও, তাহলে বুঝবে যে তুমি ভুল পথে চলেছো।
মন ও মস্তিষ্কের মধ্যে ঝামেলা হলে সব সময় নিজের মনকে অনুসরণ করো।