উত্তর-দক্ষিণ নাকি পূর্ব-পশ্চিম! কোন দিকে মুখ করে খাবার খেলে অর্থকষ্ট মিটবে?
TV9 Bangla
Credit - Meta AI
বাস্তুশাস্ত্র হল স্থাপত্যের প্রাচীন বিজ্ঞান। বলা হয় বাস্তুশাস্ত্র আমাদের স্বাস্থ্যের উপর গভীর প্রভাব ফেলে। তা জ্যোতিষশাস্ত্র, বিজ্ঞান, শিল্প ও জ্যোতির্বিদ্যাকে একত্রিত করে।
বাস্তুশাস্ত্রের প্রাচীন গ্রন্থগুলিতে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, স্বাস্থ্য ও বাস্তু পরস্পর সম্পর্কযুক্ত। বাস্তুশাস্ত্র অনুযায়ী খাবার খাওয়ার নানা নিয়ম রয়েছে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী উল্লেখ রয়েছে যে, খাবার খাওয়ার সময় কোনও ব্যক্তি যদি সেই সকল নিয়ম মেনে চলেন, তা হলে তাঁর কখনও অর্থকষ্ট হয় না।
যদি বাস্তুশাস্ত্রে নজর রাখা হয়, তা হলে নজরে পড়বে খাবার খাওয়ার বিভিন্ন দির বর্ণনা করা হয়েছে। বাস্তুশাস্ত্র মতে পূর্বদিক করে মুখ করে খাবার খাওয়াকে সবচেয়ে শুভ বলে মনে করা হয়।
কথিত আছে, পূর্ব দিকে খাবার খেলে কোনও ব্যক্তি দেব-দেবীর আশীর্বাদ পান। সেই ব্যক্তিদের স্বাস্থ্যও ভালো থাকে।
উত্তর দিকটিকে বাস্তুশাস্ত্র মতে সম্পদের দেবতা কুবেরের বাসস্থান বলে মনে করা হয়। এই দিকে যাঁরা মুখ করে খান, দেবী লক্ষ্মী তাঁদের উপর প্রসন্ন হন। সেই ব্যক্তিদের কখনও সম্পদের অভাব হয় না।
বাস্তুশাস্ত্র অনুসারে যে ব্যক্তি সু-স্বাস্থ্য পেতে চান, তা হলে পশ্চিম দিকে মুখ করে খাওয়া উচিত। এতে পরিবারের লোকজন কম অসুস্থ হন। এবং বাড়িতে সুখ-শান্তি আসে।
দক্ষিণ দিককে পূর্ব পুরুষদের দিক বলে মনে করা হয়। এই দিকে মুখ করে খাবার কখনও খাওয়া উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে এই দিকে খাবার খেলে সেই বাড়িতে রোগ ও দারিদ্র দেখা যায়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।