দিনের কোন সময় বাড়ি-ঘর মুছলে 'কু'নজর এড়াতে পারবেন?
Credit - Getty Images, Canva
TV9 Bangla
বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সেখানে পজিটিভ এনার্জি আসে। বাস্তুশাস্ত্রে বাড়ি ঘর পরিষ্কার করার নির্দিষ্ট নিয়মের উল্লেখ রয়েছে।
যখন তখন ঘর বাড়ি মোছা ঠিক নয়। মনে হতেই পারে, পরিষ্কার করার জন্য আলাদা কোনও সময় হয় নাকি? হ্যাঁ হয়। আপনি কি ঘর মোছার বাস্তুবিধি জানেন?
যেহেতু ঘর বাড়ি পরিষ্কার রাখলে সেখানে পজিটিভ এনার্জি আসে, তাই সব সময় সেদিকে লক্ষ্য রাখতে হয়। যে বাড়িতে ধুলো ও ময়লা বেশি, সেখানে নেগেটিভ এনার্জি বেশি আসে।
নেগেটিভ এনার্জি থেকে বাড়ি-ঘরকে দূরে রাখতে হলে নিয়মিত ঘর মোছা খুবই জরুরি। তা হলেই বাড়িতে ছড়িয়ে পড়বে পজিটিভ এনার্জি।
বাস্তুশাস্ত্র অনুযায়ী, ব্রহ্ম মুহূর্ত হল ঘর-বাড়ি মোছার একেবারে উপযুক্ত সময়। ভোর ৪-৫ অবধি সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এ সময় ঘর মুছলে সবথেকে ভালো হয়।
সূর্যোদয়ের আগে বাড়ি-ঘর মুছে নেওয়ার চেষ্টা করুন। ব্রহ্ম মুহূর্তে ঘর পরিষ্কার করলে বাড়িতে মা লক্ষ্মীর আগমণ হয়। সূর্যোদয়ের সময় বা ঠিক পরেও ঘর মুছতে পারেন।
বাস্তুশাস্ত্র অনুযায়ী কখনও বেলা ১২টার পর ঘর মোছা ঠিক নয়। এই সময় ঘর বাড়ি মুছলে পজিটিভ এনার্জি বাড়ি থেকে বেরিয়ে যায়।
ভুল করেও সন্ধের পর কখনও বাড়ি-ঘর মুছবেন না। বিকেলবেলা এবং সন্ধেবেলা ঘর মোছা ভালো নয়। পুরনো জামাকাপড় দিয়ে ঘর মুছলে বাড়িতে অশান্তি হয়।