অর্থকষ্ট দূর করতে রান্নাঘরে রাতে রাখুন এই একটি জিনিস
TV9 Bangla
Credit - Canva, META AI
বাস্তুশাস্ত্রে রান্নাঘরকে বাড়ির অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হিসেবে বিবেচনা করা হয়। এখানে পরিবারের সকল সদস্যদের জন্য খাবার তৈরি করা হয়।
সকলের স্বাস্থ্যের সঙ্গে রান্নাঘরের বিশেষ যোগ রয়েছে। বাস্তুশাস্ত্রে রান্নাঘর সম্পর্কিত কিছু বাস্তু প্রতিকারের বর্ণনা করা হয়েছে।
যেমন - রান্নাঘর সম্পর্কিত কিছু বাস্তু প্রতিকারে পরিবারের সদস্যদের স্বাস্থ্য ভালো থাকে। কেরিয়ারে উন্নতি হয়। সম্পদ লাভের সম্ভবনা বাড়ে।
বাস্তুশাস্ত্র অনুসারে, রাতেরবেলা রান্নাঘরে জল ভর্তি পাত্র রাখা শুভ বলে মনে করা হয়। বলা হয়, এতে সেই বাড়িতে থাকা ব্যক্তির অর্থ সংক্রান্ত সমস্যা দূর হয়।
যদি রাতে জল ভরা পাত্র রান্নাঘরের উত্তর বা উত্তর-পূর্ব দিকে রাখা হয়, তা হলে সেটিকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়।
বর্তমানে মানুষ জল পান করার জন্য বোতলে জল ভরে ফ্রিজে রাখেন। অর্থকষ্ট দূর করতে চাইলে মাটির পাত্রে জল ভরে রান্নাঘরে রাখতে হবে। এ ছাড়াও বালতিতে জল ভরে রাখতে পারেন।
অনেকের বিশ্বাস যে, রান্নাঘরে একটি জল ভর্তি পাত্র রাখা হলে কখনও অর্থ কষ্ট হয় না। এ ছাড়া পূর্বপুরুষদের আশীর্বাদও পাওয়া যায়। কারও কাজ থমকে থাকলে, তা মিটে যায়।
ভবিষ্য পুরাণ অনুসারে জলের পাত্রটি অর্ধেক হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তা পূরণ করতে হবে। বাড়িতে কোনও পাত্রে অর্ধেকের কম জল থাকলে মারামারি হতে পারে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।