আমাদের আশেপাশে থাকা বিভিন্ন জিনিস বাস্তুশাস্ত্র মেনে রাখলে বা বিশেষ দিকে রাখলে অনেকের জীবন বদলে যায়। বাস্তুশাস্ত্র মানলে অর্থ, শিক্ষা, শান্তি, স্বাস্থ্য নানা দিক থেকে উন্নতি হয়।
বাস্তুশাস্ত্র অনুযায়ী রান্নাঘরে থাকা একটি গুরুত্বপূর্ণ জিনিসের সঙ্গে জড়িয়ে রয়েছে সৌভাগ্য, সমৃদ্ধি যোগ। শুনলে অবাক হতে পারেন, কিন্তু বেলন চাকি আপনাকে করতে পারে ধনী।
জানেন তেমনটা কীভাবে সম্ভব? বাস্তুশাস্ত্র মতে বেলন চাকি বুধবার কেনা খুবই শুভ বলা হয়। সপ্তাহের এই দিন বেলন চাকি কিনতে সংসারে সুখ ও সমৃদ্ধি আসে।
বাস্তুশাস্ত্র অনুসারে শনিবার ও মঙ্গলবারে বেলন চাকি কেনা ঠিক নয়। ফলে সম্ভব হলে বুধবারই বেলন চাকি কিনে বাড়িতে আনা ভালো।
কখনও কোনও বাড়িতে ভাঙা বেলন চাকি রাখা উচিত নয়। এটি অশুভ বলে ধরা হয়। এর ফলে বাড়িতে নেতিবাচক শক্তি আসে।
ভাঙা বেলন চাকি রাখলে আর্থিক ক্ষতিও হতে পারে। বেলন চাকি কখনও নোংরা অবস্থায় বাড়িতে রাখবেন না। তা হলে নেতিবাচক শক্তি আসে।
বাস্তুশাস্ত্র অনুযায়ী বেলন চাকি কখনও উল্টোদিকে রাখা শুভ নয়। অনেকের অভ্যেস থাকে বেলন চাকি ধুয়ে পরিষ্কার করার পর উল্টে রাখার। এটি ঠিক নয়।
কোনও সবজির বাক্সের উপর বেলন চাকি ভুলেও রাখবেন না। সবজি আর বেলন চাকি কখনও একসঙ্গে রাখা উচিত নয়। গ্যাসের উপরে বা সিঙ্কে কখনও এটি রাখা ঠিক নয়।