31 DEC 2024

নতুন বছরের প্রথম দিনে কী দেখলে শুভ হয় সারা বছর? জানুন নিম করোলি বাবার বাণী

credit: Getty Images

TV9 Bangla

ভারতের মহান সাধ্যদের মধ্যে অন্যতম নিম করোলি বাবা। তাঁর ক্ষমতার কথা প্রসিদ্ধ গোটা দেশেই। ছোট থেকে আধ্যাত্মিক মন, তাই বাবা-মা অল্প বয়সে বিয়ে দিয়েছিলেন।

নিয়তি খন্ডাবে কে? সন্ন্যাসী হওয়ার জন্য বিয়ের পরেও বাড়ি ছাড়েন তিনি। বৃন্দাবনে ছিল তাঁর বাস। নিম করোলি বাবা বলেছেন নববর্ষের দিন কিছু জিনিস দেখলে জীবনে সুখ-সমৃদ্ধি আসে।

নতুন বছরে কয়েকটি জিনিস দেখলে ভাগ্য পরিবর্তন হতে পারে। উজ্জ্বল হতে পারে ভবিষ্যৎ। জানেন এই দিনে কী কী দেখা শুভ?

নিম করোলি বাবার মতে, নববর্ষের দিনে কোনও সিদ্ধ পুরুষ বা সাধুর সঙ্গে দেখা করা খুবই শুভ বলে মনে করা হয়।

সাধুর দর্শনের মাধ্যমে কোনও ব্যক্তির শুভ সময় শুরু হয়। এর ফলে তাঁর উপরে দেব-দেবীর কৃপা বজায় থাকে বলে মনে করা হয়।

নিম করোলি বাবার মতে, যদি কোনও ব্যক্তি সারাজীবন ভগবানের ধ্যান করে এবং নতুন বছরের প্রথম দিন চোখ থেকে জল পড়তে শুরু করে তবে এটি শুভ লক্ষণ।

নিম করোলি বাবার মতে, নববর্ষের দিনে যদি কোনও পশু বা পাখি কারও বাড়িতে যায় তবে সেই ব্যক্তি জীবনে সুখ-সমৃদ্ধি আসে। বাড়িতে পশু-পাখির আগমনে দেব-দেবীর কৃপা পাওয়া যায়।

নববর্ষের দিন সকালে ঘুম থেকে ওঠার পর কিছুক্ষণ চুপচাপ থাকুন। নিম করোলি বাবার মতে, এটি করলে মানুষের শরীরে ইতিবাচক শক্তি জমা হয়। যা সেই ব্যাক্তিকে বুদ্ধিমান করে তোলে এবং দিনটি ভাল যায়।