14 JUL 2025

রুপোর আংটি এভাবে পরলেই ফিরবে ভাগ্য, হাতে আসবে টাকা!

Credits:, TV9

TV9 Bangla

রুপোর আংটি শুধু সাজসজ্জার উপকরণ নয়, বরং রয়েছে জ্যোতিষ এবং স্বাস্থ্যসংক্রান্ত গুরুত্বও। বিশেষ করে জ্যোতিষমতে বাঁ হাতের বুড়ো আঙুলে রুপোর আংটি পরা একটি গুরুত্ব রয়েছে।  

জ্যোতিষমতে শরীর ও মনের উপর ইতিবাচক প্রভাব ফেলে বলে বিশ্বাস। কেন বাঁ হাতের বুড় আঙুলে রুপোর আংটি পরতে বলা হয়?

রুপো চন্দ্রদেবের প্রতীক হিসেবে বিবেচিত। এর সঙ্গে মানসিক স্থিতি, শান্তি, স্মৃতিশক্তি ও আবেগ নিয়ন্ত্রণের বিষয়টি জড়িয়ে। বাঁ হাতে রুপোর আংটি পরলে এটি মনকে শান্ত করে এবং রাগ কমাতে সাহায্য করে।

আবার বুড়ো আঙুল রাশিচক্রে বৃহস্পতির প্রতীক। এটি জ্ঞান, আত্মবিশ্বাস ও বিচারবুদ্ধির ধারক। বাঁ হাতে এই আঙুলে রুপোর স্পর্শ মস্তিষ্কে শীতলতা প্রদান করে, যার ফলে মানসিক ভারসাম্য বজায় থাকে।

বিশেষত, যাদের মনের দোলাচল বেশি, বা যারা বারবার সিদ্ধান্ত পরিবর্তন করেন, তাঁদের জন্য এই আংটি বিশেষ উপকারী বলে মনে করা হয়।

জ্যোতিষমতে এটি আমাদের শুক্রকে আরও সক্রিয় করে তোলে। যার সুপ্রভাবে আমাদের জীবনে অর্থ সমাগম হয়। সমৃদ্ধি বৃদ্ধি পায়। নিজের মধ্যেও ইতিবাচক শক্তির বিকাশ ঘটে।

মনে রাখবেন এই আংটি ধারণ করার রয়েছে নির্দিষ্ট নিয়ম। রুপোর আংটি নিজেকেই নিজের টাকায় যে কোনও বৃহস্পতিবার কিনতে হবে। সারা রাত দুধে ভিজিয়ে রেখে পরের দিন শুক্রবার সন্ধে ৫টা-৭টার মধ্যে ধারণ করতে হবে। তবেই মিলবে সুফল।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা প্রাপ্ত তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।