৫০ বছর পর... হুবহু মিলেছে নিম করোলি বাবার এই ভবিষ্যদ্বাণী
TV9 Bangla
Credit - Pinterest
উত্তরাখণ্ডের উপত্যকায় অবস্থিত কাইঞ্চি ধাম। সেখানে নিম কারোলি বাবার আশ্রম। যা কেবল একটি ধর্মীয় স্থান নয়, বরং এটি বিশ্বাস ও ভক্তির পাশাপাশি অলৌকিকতার প্রতীকও।
কাইঞ্চি ধামকে কেন্দ্র করে নিম কারোলি বাবা একটি ভবিষ্যদ্বাণী করেছিলেন। যা এখন সত্যি হয়েছে। কী সেই ভবিষ্যদ্বাণী? চলুন জেনে নেওয়া যাক।
নিম কারোলি বাবা অনেক কিছু বলেছিলেন যা পরবর্তীতে সঠিক প্রমাণিত হয়েছে। বাবা নিম কারোলির ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে সবচেয়ে বিখ্যাত হল কাইঞ্চি ধাম সম্পর্কে তাঁর নিজের ভবিষ্যদ্বাণী।
একবার তাঁর ভক্ত নিম কারোলি বাবাকে জিজ্ঞাসা করেছিলেন যে বাবা, আপনি মন্দির তৈরি করে কাইঞ্চির এই বনে কেন থাকেন? এখানে কে আসবে? তখন নিম কারোলি বাবা উত্তর দিয়েছিলেন, যে পৃথিবী এখানে আসবে।
নিম কারোলি বাবা জানান যে, ৫০ বছর পর এমন একটা সময় আসবে, যখন সারা বিশ্বের মানুষ এখানে আসবে। এই ভবিষ্যদ্বাণী করার সময়, নিম কারোলি বাবা বলেছিলেন যে ৫০ বছর পরে কাইঞ্চির রূপ বদলে যাবে।
১৯৭৩ সালে তিনি বৃন্দাবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন। তাঁর জীবদ্দশায় ও পরবর্তীতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর মানুষ বাবার কাইঞ্চি ধামে এসেছেন।
কাইঞ্চি ধাম আশ্রম প্রতিষ্ঠার আগে নিম কারোলি বাবা ভবিষ্যদ্বাণী করেছিলেন, পরবর্তীতে কাইঞ্চি ধাম একটি বিখ্যাত আশ্রম ও আধ্যাত্মিক স্থান হয়ে উঠবে, সারা বিশ্ব এই জায়গাকে জানবে। সেটা পরবর্তীতে সত্যি হয়।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।