ধনতেরাসে ফেরাতে চান ভাগ্য! জেনে নিন কোন রাশির জাতকের জন্য কী কেনা শুভ?
credit: getty images
TV9 Bangla
ধনতেরাসের দেবী ধনলক্ষ্মী এবং ঐশ্বর্যের দেবতা কুবেরের পুজো করলে বাড়িতে সৌভাগ্য আসে। দূর হয় অর্থ কষ্ট। আবার পুরনো ঋণ থাকলে, ঝাঁটা কিনতে বলেন কেউ কেউ। এতে ঋণ শোধ হয়ে যায় তাড়াতাড়ি।
সোনা-রুপো বা স্টিলের বাসন কেনার চল রয়েছে ধনতেরাসের দিন। কিন্তু আপনি কি জানেন ধনতেরাসের দিন যদি সঠিক রাশির জাতকরা সঠিক জিনিস কিনতে পারেন, তাহলে বাড়িতে আসে অপার ঐশ্বর্য। কোন রাশির জাতকরা কী কিনবেন? জেনে নিন।
মেষ রাশির জাতক হলে সোনা, রুপো বা বস্ত্র কিনতে পারেন। তা শুভ। আপনি যদি বৃষ রাশির জাতক হন তাহলে পিতলের জিনিস বা রুপোর গয়না কেনা ভাল।
মিথুন রাশির জাতকরা এমনিতেই দেবী ধনলক্ষ্মীর প্রিয় রাশি বলে পরিচিত। এই রাশির জাতক হলে ধনতেরাসের দিন সোনা বা রুপোর জিনিস কিনতে পারেন। কর্কট রাশির জাতক হলে এই দিন জমি, চাল, চিনি এবং জামাকাপর কেনা শুভ।
আপনি কি সিংহ রাশির জাতক? তাহলে ধনতেরাসের দিন রুপোর জিনিস না কিনলেও চলবে। বদলে ঘর সাজানোর জিনিস বা সোনা কিনতে পারেন। কন্যা রাশির জাতক হলে ঘরের আসবাবপত্র, পান্না বা সবুজ রঙের কোনও জামাকাপর কেনা শুভ মনে করা হয়।
তুলা রাশির জাতক-জাতকিরা সুগন্ধি যেকোনো জিনিস, হীরে বা সোনার গয়না কিনতে পারেন। এতে সৌভাগ্য আসবে বাড়িতে। আর বৃশ্চিক রাশির অধিকারী হলে তামার জিনিস বা লাল কোনও জিনিস বা বস্ত্র, কিংবা সোনার জিনিস কিনতে পারেন।
ধনু রাশির জাতক হলে হলুদ রঙের জামা, যে কোনও ধাতুর বাসন কিনতে পারেন। আর যদি মকর রাশির জাতক হন তাহলে সোনা বা রুপোর গয়না কিংবা সিল্কের জামাকাপড় কিনতে পারেন ধন ত্রয়োদশীর দিন।
কুম্ভ রাশির জাতক হলে বাড়িতে সৌভাগ্য ডেকে আনতে এই দিন চিনি, চাল, সোনা, রুপো, ইলেকট্রিক জিনিস কিনতে পারেন। মীন রাশির জাতক হলে হলুদ রঙের রত্ন, সোনা, রুপো বা হলুদ রঙের জিনিস কেনা ভাল।