বাড়ির কোথায় অ্যাকোয়ারিয়াম রাখবেন, কোন মাছ শুভ?
Credit - Pixabay, Meta AI
TV9 Bangla
22 July, 2025
বাড়িতে পাখি বা কুকুর পোষার শখ অনেকেরই আছে। আবার কেউ কেউ অ্যাকোয়ারিয়ামে মাছ রেখেই আনন্দ পান।
বাড়িতে বা অফিসে, কোথায় অ্যাকোয়ারিয়াম রাখবেন, তাতে কী মাছ রাখা শুভ, সেটা জেনে তবেই অ্যাকোয়ারিয়াম রাখা যেতে পারে।
বাস্তুবিদরা মনে করেন, ঘরে জল থাকাটাই শুভ, ঠিক যেমন যে কোনও বৌদ্ধ মন্দিরের সামনে থাকে জলাশয়। তাতে থাকে পদ্মফুল।
মৎস্য হল বিষ্ণুর প্রথম অবতার। বৈদিক শাস্ত্রেও মনে করা হয় মাছ জলকে শুদ্ধ করতে পারে। তাই বাস্তুশাস্ত্রের অ্যাকোয়ারিয়াম রাখা শুভ বলেই মনে করা হয়।
সাধারণত বাড়ির লিভিং রুমে দক্ষিণ-পূর্ব কোনে অ্যাকোয়ারিয়াম রাখা শুভ বলে মনে করা হয়। এর ফলে বাড়ে বন্ধুত্ব। সমাজে মেশার ক্ষমতা তৈরি হয়।
আর্থিক উন্নতি চাইলে অ্যাকোয়ারিয়াম রাখতে উত্তর, পূর্ব ও উত্তর দিকে। উত্তর-পূর্ব দিকে রাখলেও সহজেই আর্থিক অবস্থা ভাল হয়।
ফেং শুই অনুযায়ী গোল্ড ফিশ বাড়িতে রাখা খুব শুভ। এছাড়া অ্যাঞ্জেল বা আরোয়ানার মতো মাছও রাখা যেতে পারে।
অস্কার, শার্ক, পিরানহা মাছ অশুভ শক্তি আনতে পারে বলে মনে করা হয়, ফলে ওই মাছগুলি না রাখাই ভাল।