21 May 2024

গরমেও কোরিয়ানদের মতো থাকুন উজ্জ্বল, রইল ৭ টিপস

credit: istock

TV9 Bangla

প্রচণ্ড গরম আর প্যাচপ্যাচে ঘামে ত্বকের খুব ক্ষতি হয়। ব়্যাশ, চুলকানির মতো নানা সমস্যা দেখা দেয়।

তীব্র গরমেও কোরিয়ানদের ত্বক থাকে উজ্জ্বল। আপনিও দাবদাহের মধ্যে ত্বক উজ্জ্বল ও সতেজ রাখতে মেনে চলুন কোরিয়ান বিউটি টিপস।

গরমে কোরিয়ানদের মতো দিন শুরু করুন জল দিয়ে মুখ ধুয়ে। তারপর ক্লিনজিং অয়েল মুখে লাগান। কিছুক্ষণ পর জলযুক্ত ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে নিন।

ক্লিনজার দিয়ে মুখ ধোয়ার পর পিএইচ-যুক্ত টোনার লাগান। গ্রিন টি-যুক্ত টোনার মুখে লাগাতে পারেন, ত্বক সতেজ থাকবে।

হাইপারপিগমেন্টেশনের সমস্যা থাকলে উপযুক্ত সিরাম লাগান। পিম্পলস, বলিরেখা, ত্বক কুঁচকে যাওয়ার সমস্যায় সিরাম খুব কার্যকরী।

মুখ পরিষ্কার করতে বা মেকাপ তুলতে কোরিয়ানরা শিট মাস্ক খুব ব্যবহার করেন। অ্যালোভেরা বা শসাযুক্ত শিট মাস্ক ব্যবহার করুন, ত্বক সতেজ থাকবে।

কোরিয়ানদের ত্বকচর্চার প্রধান উপকরণ হল, সানস্ক্রিম। রোদে বেরোনোর আগে অবশ্যই এসপিএফ-৫০ যুক্ত সানস্ক্রিম মুখে-হাতে লাগান।

বাইরে থেকে ঘুরে আসার পর বা রাতে ক্লিনজার দিয়ে ভাল করে মুখ ধুয়ে ময়শ্চারাইজার ক্রিম মাখুন। ত্বক সুস্থ ও সতেজ থাকবে।