28th February, 2025
লক্ষ্মী নাকি গণেশ, সংসারে সুখ আনতে সবার প্রথমে কার পুজো?
TV9 Bangla
Credit - Pinterest
হিন্দু শাস্ত্র মতে গণেশকে বাধা দূর করার দেবতা বলে বিবেচনা করা হয়। তাই ভগবান গণেশকে বিঘ্নহর্তাও বলা হয়।
আর দেবী লক্ষ্মী হলেন সম্পদ এবং সমৃদ্ধির দেবী। ভগবান বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী দেবী। হিন্দু ধর্মগ্রন্থে প্রতিটি শুভ কাজ করার আগে দেবদেবীদের উপাসনা করা হয়।
হিন্দুশাস্ত্র অনুযায়ী, বরাবর প্রথমে গণেশের পুজো করার কথা বলা হয়। গণেশের পরই দেবী লক্ষ্মীর পুজো করা উচিত।
এমনটা বিশ্বাস করা হয় যে, ভগবান গণেশের উপাসনা ছাড়া লক্ষ্মীদেবীর উপাসনা পূর্ণ হয় না। তাই এই দুই দেব-দেবীর পুজো করা খুবই গুরুত্বপূর্ণ।
নতুন বছরের সময় হালখাতা হয়। সেই সময় লক্ষ্মী ও গণেশ পুজো একসঙ্গে হয়। এবং দীপাবলির সময়ও গণেশ ও লক্ষ্মী দেবীর পুজো একসঙ্গে হয়।
শাস্ত্রে বলা হয়, গনেশ ও লক্ষ্মীদেবীর মূর্তি মন্দিরের উত্তর দিকে রাখতে হবে। সব সময় মনে রাখতে হবে যে দেবী লক্ষ্মীর মূর্তি গণেশের ডান দিকে রাখতে হবে।
যদি কোনও বাড়িতে কেউ গণেশের বাম দিকে লক্ষ্মী দেবীর মূর্তি রাখেন, তা হলে সেই ব্যক্তির আর্থিক অবস্থা খারাপ হতে পারে।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাস থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
আরও পড়ুন