7th January, 2025
এই জায়গায় একটা ছেলে পেতে হাপিত্যেশ করে বসে থাকেন মেয়েরা!
Credit - Pixabay, Canva
TV9 Bangla
২০২৪ সালে ভারতের জনসংখ্যা প্রায় ১.৪৫ বিলিয়ন। ভারত বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ। তবে ভারতে মহিলাদের তুলনায় পুরুষরাই রয়েছেন বেশি।
বিশ্বের এমন কিছু দেশ রয়েছে, যেখানে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি। কোন কোন দেশ পড়ছে এই তালিকায়?
এই সকল দেশের পরিস্থিতি এমন হয়েছে যে, সেখানকার কোনও একজন পুরুষের সঙ্গে দুই জন নারী একসঙ্গে বিয়ে করতেও তৈরি।
লাটভিয়া তেমন এক দেশ। সেখানে নারীদের সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। এটি ইউরোপের একটি সুন্দর দেশ। যেখানে ছেলেদের তুলনায় মেয়েদের সংখ্যা বেশি।
শুনলে অবাক হতে পারেন, লাটভিয়ার মোট জনসংখ্যা ১৯ লক্ষ। যার মধ্যে ৫৪.১০ শতাংশ নারী। হঠাৎ এ দেশে এত বেশি কেন মহিলা?
লাটভিয়ায় মহিলাদের সংখ্যা বেশি হওয়ার অন্যতম কারণ সেখানকার মহিলাদের দীর্ঘায়ু। ওই জায়গায় পুরুষদের থেকে মহিলারা বেশি দিন বাঁচেন।
লাটভিয়ার সব জায়গায় মহিলাদের আধিপত্য। স্বাস্থ্য, শিক্ষা, বিজ্ঞান, ব্যবসার মতো সব ক্ষেত্রেই মেয়েরা এক নম্বরে। সেখানে দেশের সংসদেও মহিলাদের আধিক্য।
লাটভিয়া ছাড়াও এস্তোনিয়া, বেলারুশ, রাশিয়া, ইউক্রেন, লিথুয়ানিয়া, হংকং ও নেপালে পুরুষদের তুলনায় মহিলাদের সংখ্যা বেশি।
আরও পড়ুন