30 May 2024
লেবুর রস কি সরাসরি মুখে লাগানো উচিত?
credit: istock
TV9 Bangla
গ্রীষ্মের প্রচণ্ড রোদে ত্বকের মারাত্মক ক্ষতি হয়। এছাড়া প্যাচপ্যাচে ঘাম আর ধুলো-বালিতে পিম্পলস, ব়্যাশ-সহ নানারকম সমস্যা দেখা দেয়।
গরমের সময় সানবার্ন বা পিম্পলস, ব়্যাশ থেকে মুখে কালো দাগ-ছোপ বেশি হয়। দাগ তুলতে লেবুর ভূমিকার বোধহয় সকলেই জানেন।
দাগ-ছোপ তুলতে লেবুর রস কার্যকরী হলেও এটা সরাসরি মুখে লাগালে ত্বকের ক্ষতি হতে পারে। কীভাবে লাগাবেন জেনে নিন।
মুখের জেল্লা ফেরাতে লেবুর রসের সঙ্গে সামান্য মধু মিশিয়ে পেস্ট করে ত্বকে লাগান। এটা দাগ দূর করে মুখের উজ্জ্বলতা ফেরায়।
ত্বক তৈলাক্ত হলে লেবুর রসের সঙ্গে সামান্য চিনি মিশিয়ে মুখে লাগান। এটা মুখের কালো ছোপ এবং তৈলাক্ত ভাব দূর করে।
ত্বক সতেজ রাখতে গ্রিন টি খুব কার্যকরী। লেবুর রসের সঙ্গে গ্রিন টি মিশিয়ে স্প্রে বোতলে ভরে ব্যবহার করুন। এটা ত্বকে পুষ্টি জোগায়।
ত্বকের দাগ দূর করে জেল্লা ফেরাতে অনেকে চালগুঁড়ো ব্যবহার করেন। লেবুর রসের সঙ্গে চালগুঁড়ো মিশিয়ে সেই পেস্ট মুখে লাগান। দাগ দূর হবে।
ব্রণ থেকে দাগ দূর করতে দুধের সঙ্গে সম পরিমাণ লেবুর রস মিশিয়ে মুখে লাগান। এটা কালচে দাগ দূর করে এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে।
আরও পড়ুন