2 Aug 2024
মুখে এভাবে লেবুর রস লাগান, দূর হবে দাগ-ছোপ
credit: istock
TV9 Bangla
দাগ-ছোপহীন, উজ্জ্বল ত্বক কে না চায়! কিন্তু, ব্রণ বা অন্যান্য কারণে অনেকেরই মুখে কালো ছোপ দেখা দেয়।
ত্বক বিশেষজ্ঞদের মতে, কালো দাগের একটি কারণ ঘুমের অভাব। মুখে কালো দাগ শুধু সৌন্দর্যই নষ্ট করে না আত্মবিশ্বাসও কমিয়ে দেয়।
মুখের দাগ-ছোপ তুলতে অনেকেই বাজারজাত অনেক পণ্য ব্যবহার করেন। কিন্তু, কেবল লেবুর মাধ্যমেই দাগ তুলতে পারেন।
লেবুতে রয়েছে ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা ত্বকের কালো দাগ কমাতে সাহায্য করে। এছাড়া কোলাজেন গঠনের জন্যও এটি অপরিহার্য।
লেবুতে রয়েছে অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য। এটি ত্বকে উপস্থিত ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস দূর করে। ফলে লেবুর রসে দাগ-ছোপ ওঠে।
লেবুর রস ত্বকের মৃত কোষও দূর করে। ফলে ত্বকের রঙ উজ্জ্বল করতেও সহায়ক এটি। তবে এটি লাগানোর বিশেষ উপায় রয়েছে।
লেবুর রস ত্বকের জন্য উপকারী হলেও সরাসরি লেবু মুখে ঘষবেন না। লেবুর রসে তুলো ডুবিয়ে সেটা মুখের দাগের উপর ঘষুন। ১০-১৫ মিনিট রেখে মুখ ধুয়ে নিন।
মুখে লেবুর রস লাগানোর সময় রোদ এড়িয়ে চলুন। না হলে রোদে ত্বক পুড়ে যাওয়ার ঝুঁকি থাকে। এছাড়া লেবুর রস মুখে ব্যবহারের আগে প্যাচ টেস্ট করে নিন।
আরও পড়ুন