রাষ্ট্রপতি ভবন নির্মাণে কত কোটি টাকা খরচ হয়েছিল জানেন?
credit:Getty Images and PTI
TV9 Bangla
মাননীয় রাষ্ট্রপতি হলেন ভারতের প্রথম নাগরিক। ভারতের সংবিধান বলছে সেই কথা। তাঁর বসবাসের জন্যও রয়েছে বিশাল ব্যবস্থা।
দিল্লিতে অবস্থিত রাইসিনা হিল বা রাষ্ট্রপতি ভবন হল রাষ্ট্রপতির থাকার জায়গা। সুবিশাল এই ভবন দেখতেও প্রতিদিন ভিড় করেন বহু পর্যটক। যদিও ভিতরে প্রবেশাধিকার নেই কারও।
রাইসিনা হিলের অমৃত উদ্যান দেখতে আসেন অনেকে। বিভিন্ন সংবাদমাধ্যম অনুসারে রাষ্ট্রপতু ভবনে মোট ৩৪০টি কক্ষ রয়েছে। যা পুরো ঘুরে দেখতে গেলে প্রায় ৩ ঘন্টা সময় লাগবে।
২০০,০০০ বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত রাইসিনা হিল। রাষ্ট্রপতি ভবনে প্রায় ২৩ হাজার কর্মী রয়েছেন দেখভালের জন্য।
বিভিন্ন সংবাদমাধ্যমের সূত্রের খবর রাষ্ট্রপতি ভবনের নির্মাণের সময় ১.৪৪ কোটি টাকা খরচ হয়েছিল। প্রায় ৭০ কোটি ইঁট ব্যবহার করা হয়।
রাইসিনা হিলে মোট চারটি তল রয়েছে। করিডোর, আদালত, গ্যালারি, সেলুন রয়েছে সব কিছুই। এই ভবন এমন ভাবেই ডিজাইন করা হয়েছে যাতে রাষ্ট্রপতির সুরক্ষা অটুট থাকে।
রাষ্ট্রপতি ভবনের অফিসিয়াল ওয়েবসাইট অনুসারে রাইসিনা হিলে ছাপাখানা এমনকি থিয়েটার রয়েছে।
রাষ্ট্রপতি ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেল লর্ড আরউইন। ১৯২৯ সালে সম্পন্ন হয় এই ভবন নির্মাণের কাজ।