ভিনিগার দিয়ে সারুন হেঁশেলের একগুচ্ছ কাজ

29 November 2023

খুব বেশি রান্নায় ব্যবহার হয় না ভিনিগার। তবু হেঁশেলে মজুত রাখতে হয়। সাধারণত চাইনিজ খাবারে স্বাদ বাড়াতে সাহায্য করে ভিনিগার।

রান্নাঘরে তাকে পড়ে থাকা ভিনিগার দিয়ে বাড়ির একগুচ্ছ কাজ সেরে ফেলতে পারেন। রোজের অনেক কাজ সহজ হতে পারে।

মাইক্রোওয়েভ পরিষ্কার করতে বাসন মাজার তরল সাবানে ভিনিগার মিশিয়ে নিন। এতে স্পঞ্জ ডুবিয়ে মাইক্রোওয়েভের ভিতর ও বাইরে পরিষ্কার করে নিন। 

বেকিং সোডার সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে রান্নাঘরে দেওয়ালে, গ্যাসওভেন মুছে নিন। তেলচিটে দাগ দূর হবে।

ঘরের জানলা-দরজা পরিষ্কার করুন ভিনিগার দিয়ে। জল ও তরল সাবানের সঙ্গে ভিনিগার মিশিয়ে ঘরের মেঝেও মুছে নিতে পারেন।

বাজার থেকে ফল ও সবজি কিনে এনে ভিনিগার মেশানো জলে ধুয়ে নিন। এতে ফল ও সবজির খোসায় থাকা রাসায়নিক পদার্থ ধুয়ে যাবে।

ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে অ্যাপেল সাইডার ভিনিগার। জলে সঙ্গে ভিনিগার মিশিয়ে ত্বকের উপর লাগালে উপকার পাবেন।

শীতকালে ত্বকের আর্দ্রতা বজায় রাখা ভীষণ চ্যালেঞ্জের। পাশাপাশি নরম ত্বক পেতে গেলে একটু কসরতও করতে হয়।