13 March 2024

স্ট্রেটনার চুলের বেহাল দশা করেছে? যা করবেন... 

credit: istock

TV9 Bangla

ঘন ঘন চুলে স্ট্রেটনার, হেয়ার ড্রায়ার ব্যবহার করেন? অত্যধিক তাপ প্রয়োগের কারণে চুলের বারোটা বেজে যায়। চুল নষ্ট হয়ে যায়।

ঘন ঘন তাপ প্রয়োগের কারণে চুল থাকা প্রোটিন নষ্ট হয়ে যায়। এতে দু'মুখো চুলের সমস্যা বৃদ্ধি পায়। পাশাপাশি চুল পড়া বাড়তে থাকে।

যত বেশি চুলে স্টাইলিং করবেন, চুলের আর্দ্রতা নষ্ট হয়ে যাবে। এর জেরে চুল শুষ্ক হয়ে যায় এবং চুলে ফ্রিজিনেসের সমস্যা বাড়তে থাকে।

কম বয়সে পাকা চুলের সমস্যায় ভুগছেন? এর পিছনেও হেয়ার স্টাইলিং দায়ী হতে পারে। ঘন ঘন তাপ প্রয়োগের কারণে চুলের রং নষ্ট হয়।

অত্যধিক পরিমাণে তাপ প্রয়োগের চুলের দফারফা হয়ে যায়। এই সমস্যা থেকে চুলকে বাঁচাতে অল্প করে চুলের ডগা কেটে নিন।

চুলের আর্দ্রতা বজায় রাখার জন্য ডিপ কন্ডিশনিং করুন। কেরাটিন, অর্গান অয়েল বা শিয়া বাটার যুক্ত পণ্য কন্ডিশনার-মাস্ক ব্যবহার করুন।

নিয়মিত হেয়ার স্পা করলে চুলের আর্দ্রতা বজায় থাকে। এছাড়া আপনি হেয়ার স্টাইলিং করা থেকে দূরে থাকুন। এতে চুল ভাল থাকবে।

চুলকে ভাল রাখতে গেলে ডায়েটের উপর জোর দেওয়া দরকার। ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খান, যা চুলের স্বাস্থ্য বজায় রাখে।