ঠোঁট স্ক্রাব করার পর এবং রাতে ঘুমানোর আগে অবশ্যই লিপ বাম লাগান। শিয়া বাটার অথবা নারকেল তেল সমৃদ্ধ বাম ঠোঁটে লাগান।
ঠোঁটের শুষ্কতা কাটতে খুব কার্যকরী সালিভা অর্থাৎ জিভের লালা। কাজের মাঝে বা রাস্তাঘাটে ঠোঁট শুষ্ক লাগলে আলতো করে জিভ বুলিয়ে নিন। এটা প্রাকৃতিক অয়েলের কাজ করে।
ত্বকের মতো ঠোঁটেও সান ট্যান পড়ে। ফলে ঠোঁটের রঙ কালচে হয়ে যায়। তাই রোদে বেরোনোর আগে অতিবেগুনি রশ্মি প্রতিরোধক ক্রিম ঠোঁটে লাগান।
ত্বকের মতো ঠোঁটেরও প্রাকৃতিক বন্ধু শসা। পাতলা করে শসা কেটে ঠোঁটে ঘষুন। ঠোঁটের স্বাভাবিক রং ফিরে আসবে।
ঠোঁটের স্বাভাবিক যত্ন নেওয়ার পাশাপাশি লিপস্টিক, লিপলাইনার ব্যবহারেও সতর্ক হন। ভাল মানের প্রসাধনী ব্যবহার করুন। তাহলে ঠোঁটের ত্বক নষ্ট হবে না।