নিজেকে সুন্দর করে সাজিয়ে তুলতে কে না চায়! ত্বকের জেল্লা বাড়ানোর পাশাপাশি মহিলাদের ঠোঁট রাঙিয়ে তুলতে লিপস্টিক অপরিহার্য। লিপস্টিক ছাড়া মহিলাদের সাজই যেন অসম্পূর্ণ।
অনেকেরই অভিযোগ, লিপস্টিক দীর্ঘস্থায়ী হয় না। লিপস্টিক লাগানোর সময় কিছু টিপস মেনে চলুন। ২৪ ঘণ্টা পরেও নষ্ট হবে না ঠোঁটের রং।
লিপস্টিক লাগাানোর আগে ঠোঁটে লিপবাম লাগিয়ে নিন। লিপ প্রাইমারও ব্যবহার করতে পারেন। তাহলে দীর্ঘক্ষণ ঠোঁটে লিপস্টিক বজায় থাকবে।
ঠোঁট সুন্দর করে তোলার জন্য প্রয়োজনে আগে লিপ লাইন করে নিন। তারপর লিপস্টিক লাগালে আর ঠোঁটের বাইরে রং বেরোবে না।
লিপ টোন সমান না থাকলে অথবা ঠোঁটে কালচে ছোপ থাকলে প্রথমে কনসিলার দিয়ে ঢেকে কমপ্যাক্ট দিন। তারপর লিপস্টিক লাগান।
লিকুইড বা স্টিক অথবা ম্যাট বা গ্লস - যে কোনও ধরনেরই লিপস্টিক লাগাতে পারেন। তবে ঠোঁটের মাঝখান থেকে লাগানো শুরু করে কোণা পর্যন্ত ভাল করে ভরাট করুন। ভাল কোম্পানির লিপস্টিক হলে একবার লাগালেই যথেষ্ট।
ওয়াটার প্রুফ লিপস্টিক দীর্ঘ স্থায়ী হয়। এছাড়া লিপস্টিক লাগানোর পর ঠোঁটে বুলিয়ে নিতে পারেন লিপগ্লস। তাহলে অটুট থাকবে ঠোঁটের রং।
লিপস্টিক লাগানোর পর খাবার খাওয়ার সময় সতর্ক থাকুন। যে কোনও পানীয় হোক বা সলিড, এমনভাবে খান যাতে লিপস্টিক খাবারে বা পানীয়ের পাত্রে সম্পূর্ণ লেগে না যায়।