10 May 2024
লিক্যুইড লিপস্টিক ব্যবহার করেন? এগুলি মেনে চলুন
credit: istock
TV9 Bangla
আজকাল মহিলারা স্টিক লিপস্টিকের বদলে লিক্যুইড লিপস্টিক বেশি ব্যবহার করেন।
লিক্যুইড লিপস্টিক ব্যবহারের অন্যতম কারণ হল, এটা দীর্ঘক্ষণ স্থায়ী হয় এবং ঠোঁট জেল্লা দেয়।
লিক্যুইড লিপস্টিক ব্যবহারের সময় কয়েকটি বিষয় মাথায় রাখা জরুরি। না হলে ঠোঁটের ক্ষতি হতে পারে।
লিক্যুইড লিপস্টিক অল্প পরিমাণে ঠোঁটে ব্যবহার করা উচিত। দুই কোট লাগালেই যথেষ্ট, উজ্জ্বল হবে ঠোঁট।
প্রতিদিন লিক্যুইড লিপস্টিক ব্যবহার করলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে। তাই রাতে শোয়ার আগে অবশ্যই লিপস্টিক তুলে ঠোঁটে ময়শ্চারাইজার ক্রিম লাগান।
লিক্যুইড লিপস্টিক তোলার সময় হাত বা কাপড় দিয়ে ঠোঁট জোরে ঘষবেন না। এতে ঠোঁটে লালভাব ও শুষ্কতা দেখা দিতে পারে।
লিপস্টিক তোলার জন্য জল-ভিত্তিক মেকাপ রিমুভার ব্যবহার করতে পারেন। তাহলে সহজেই ঠোঁট পরিষ্কার হয়ে যাবে।
লিপস্টিক তোলার সময় ঠোঁটে লিপবাম লাগান। তারপর তুলো দিয়ে হালকা করে ঘষলেই লিপস্টিক উঠে যাবে এবং ঠোঁট পরিষ্কার হবে।
আরও পড়ুন