উল্টো রথের দিন পাল্টে যাবে ভাগ্য, এই ৪ রাশি হন সাবধান!
TV9 Bangla
Credit - PTI, Getty Images
৫ জুলাই শনিবার উল্টোরথ। এই দিন মাসির বাড়ি থেকে ফের রথে চড়ে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা নিজের বাড়িতে ফিরে আসেন।
শাস্ত্রমতে উল্টো রথ দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এমন দিনে কয়েকটি রাশির জাতক-জাতিকাদের কপাল ঘুরতে পারে।
তালিকায় রয়েছে এমন ৪ রাশি, দেখে নিন কোনগুলি। প্রথমেই বলতে হয় বৃষ রাশির কথা। উল্টো রথের দিনটি ওই রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা কাজ মিটতে পারে। আচমকা অর্থপ্রাপ্তিও হতে পারে।
কর্কট রাশির জাতক-জাতিকাদের উল্টো রথের দিন ভালো কাটতে পারে। এমন দিনে এই রাশির ব্যক্তিদের জীবন থেকে অর্থকষ্ট মিটে যেতে পারে। ভালো খবরও আসতে পারে।
তুলা রাশির ব্যক্তিদের জন্য উল্টো রথের দিনটি শুভ হতে পারে। পরিশ্রমের আসল ফল মিলতে পারে। আনন্দ করেই সারা দিন কেটে যাওয়ার সম্ভবনা রয়েছে।
এই তিন রাশি ছাড়া সিংহ রাশির ব্যক্তিদের জন্য উল্টো রথের দিনটি বেশ ভালো। এমন দিনে ওই রাশির জাতক-জাতিকারা যে কাজ করবেন, তাতে ভালো ফল মিলবে।
উল্টো রথের দিন ভক্তিভরে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রাকে ডাকলে মনের ইচ্ছাপূরণ হয় বলে অনেকেই বিশ্বাস করেন।
বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা জ্যোতিষশাস্ত্র থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।