চলছে চৈত্র সেল, জেনে নিন কলকাতায় সস্তায় শপিংয়ের ৫ ঠিকানা
TV9 Bangla
Credit - Canva
বাংলা ক্যালেন্ডারে নজর রাখলে দেখা যাবে আজ ৭ চৈত্র। শুরু হয়ে গিয়েছে চৈত্র সেল। এই সময় নানা জিনিস কেনাকাটা করেন অনেকে।
চৈত্র সেল চললে অনেকেই বাড়ি ঘর সাজানোর জিনিস কেনেন। কেউ কেউ আবার জামা কাপড় থেকে শুরু করে বাসনপত্রও কেনেন।
কলকাতায় এমন নানা মার্কেট রয়েছে, যেখানে অল্প দামে ভালো জিনিস পাওয়া যায়। তিলোত্তমায় অল্প টাকাতে ভালো শপিং করতে চাইলে এই জায়গাগুলিতে যেতে পারেন।
জিনিসপত্র কিনতে গিয়ে দরাদরি করতে পারলে কলকাতার এই কয়েকটি জায়গায় অবশ্যই যেতে হবে। প্রথমেই বলতে হয় নিউ মার্কেটের কথা। পোশাক থেকে শুরু করে বাড়ি সাজানোর জিনিস সব পাওয়া যায় সেখানে।
গড়িয়াহাটেও প্রচুর জিনিস সস্তায় পাওয়া যায়। জামাকাপড়, গয়না, ইলেকট্রনিক প্রোডাক্টের সম্ভার রয়েছে সেখানে। দরাদরি করলে ভালো জিনিস কম দামে পাওয়া যায় এখানে।
হাতিবাগান মার্কেটে সস্তায় নানা জিনিস পাওয়া যায়। দক্ষিণ কলকাতার অন্যতম বড় মার্কেট। সেখানে জামাকাপড়, পুজার সামগ্রী, ইলেকট্রনিক প্রোডাক্ট সব সস্তায় মেলে।
নিউ মার্কেটের কাছে চাঁদনি চক বাজার। সেখানে সস্তায় অনেক কিছু পাওয়া যায়। তবে ইলেকট্রনিক পণ্যের সম্ভার নামমাত্র দামে পাওয়া যায়।
বড় বাজারে সস্তায় শাড়ি, জামা থেকে শুরু করে ঘর সাজানোর জিনিস, প্রসাধনী, গয়না সবই পাওয়া যায়। উৎসবের মরসুমে ভিড় উপচে পড়ে।