ভাগ্যের চাকা ঘোরাতে চান? এই ৭ প্রাণীর দর্শনে হবে কামাল!
TV9 Bangla
Credit - Canva
বাস্তুশাস্ত্র অনুযায়ী এমন কিছু কীটপতঙ্গ এবং প্রাণীর উল্লেখ রয়েছে, যেগুলি দেখা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। রইল তেমন ৭ প্রাণীর খোঁজ, যা দেখলে ঘুরবে ভাগ্যের চাকা।
হাতি - বিশেষ করে ভারতীয় ও থাই সংস্কৃতিতে এটি জ্ঞান, শক্তি ও সমৃদ্ধির প্রতীক। বাড়িতে হাতির মূর্তি রাখলে ভাগ্য ফেরে বলে মনে করা হয়।
গোল্ডফিশ - চিনা সংস্কৃতিতে বিশেষ করে ফেং শুইতে সম্পদ ও প্রাচুর্যের সঙ্গে গোল্ডফিশের যোগ রয়েছে বিশ্বাস করা হয়। এই মাছ অ্যাকোরিয়ামে রাখলে সমৃদ্ধি আসে।
খরগোশ - পশ্চিমা ঐতিহ্যে একে সৌভাগ্যের প্রতীক বলা হয়। সেখানে মানা হয় যে, মাসের প্রথম দিন 'ব়্যাবিট, ব়্যাবিট' বাক্য উচ্চারণ করলে ভাগ্য ফেরে।
ব্যাঙ - অনেক সংস্কৃতিতে ব্যাঙকে সমৃদ্ধি ও রূপান্তরের প্রতীক বলে ধরা হয়। ফেং শুই মতে চিনা 'মানি ফ্রগ'-কে সম্পদের প্রতীক বলা হয়।
ঘোড়া - সাফল্য, শক্তি ও ধৈর্যর প্রতিনিধিত্ব করে ঘোড়া। ফেং শুই অনুযায়ী বাড়িতে ঘোড়ার মূর্তি রাখলে কেরিয়ারের উন্নতি হয়। ভাগ্য খোলে।
পোকা - প্রাচীন মিশর সভ্যতায় কীটপতঙ্গকে শুভ বলে মনে করা হত। শক্তি, পুনর্জন্ম এবং ভাগ্যের প্রতীক হিসেবেও ধরা হত পতঙ্গকে। গয়নাতেও তা ব্যবহার করা হত।
ঝিঁ ঝিঁ পোকা - চিনা ও জাপানি সংস্কৃতিতে ঝিঁ ঝিঁ পোকাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয়। অনেকের বিশ্বাস এটি দেখলে জীবনে খুশি আসে, জীবন সমৃদ্ধ হয়।