3rd July, 2025
বর্ষাকালে কোন কোন ফুলে বাড়ির বাগান হবে সুন্দর?
TV9 Bangla
Credit - Getty Images , Freepik, Pinterest
বর্ষাকালে বেশ কয়েকটি ফুল গাছ বাড়িতে লাগাতে পারেন, যেগুলো খুব সহজেই ভালো ফলন হয়। বাড়ির সৌন্দর্যও বাড়ে।
বেশ কয়েকটি সাধারণ ফুলের গাছ বর্ষাকালে বাড়িতে লাগালে সৌন্দর্যের পাশাপাশি চারিদিকে সুগন্ধও ছড়িয়ে পড়ে।
এক ঝলকে দেখে নিন বর্ষায় ভালো ফলন হয়, তেমন কয়েকটি ফুল গাছ - জবা ফুল, গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, জুঁই, দোপাটি ও চাঁপা ফুল।
ব্যালকনিতে হোক বা ছাদ বাগানে নিশ্চিন্তে টবের মধ্যে জবা, গাঁদা, চন্দ্রমল্লিকা, জুঁই, দোপাটির মতো ফুল লাগাতে পারেন।
জুঁই ফুলের গাছ বর্ষাকালে খুব তাড়াতাড়ি বড় হয়। এই ফুলের গন্ধ চারিদিকে দ্রুত ছড়িয়ে যায়। বর্ষার স্যাঁতস্যাতে ভাবও কাটিয়ে দিতে পারে এই ফুলের সুগন্ধ।
সারাবছরই গাঁদা ফুল ফোটে। তবে বর্ষায় আলাদা প্রজাতির গাঁদা ফুল ফুটতে দেখা যায়। আসলে বর্ষার জল পেয়ে গাঁদা ফুল বেশ উজ্জ্বল হয়ে ওঠে।
বর্ষাকালে গাছের যত্ন নেবেন কীভাবে? - অতিরিক্ত জল যেন না জমে, অর্থাৎ ড্রেনেজ ঠিক রাখুন। গাছ বেশি ভিজে গেলে ছায়া থাকা জায়গায় রাখতে হবে।
বর্ষায় বাড়িতে থাকা গাছের যত্ন নিতে চাইলে প্রতি ১৫ দিনে একবার জৈব সার দিতে হবে। পাশাপাশি নিয়মিত শুকনো পাতা কেটে ফেলতে হবে।
আরও পড়ুন