22nd June, 2025

ডিম খাওয়ার পর মুখে তুলবেন না এই খাবারগুলি, শরীরে ছড়াতে পারে 'বিষ'

TV9 Bangla 

Credit - Freepik 

অনেকে ডিম খেতে ভালোবাসেন। শরীরে পুষ্টির জোগান দেয় ডিম। তবে ডিম বা তার কারি খাওয়ার পর ভুলেও খেতে নেই কয়েকটি জিনিস।

কেউ কেউ নিয়মিত ডিম খান ব্রেকফাস্টে। কেউ আবার সকাল সন্ধে ২টো-৩টে করে ডিম খান। বেশ কয়েকটি খাবার এমন রয়েছে, যেগুলি ডিম খাওয়ার পর খেতে নেই।

ডিম বা ডিম দিয়ে বানানো খাবার খাওয়ার পর যে সকল খাবার খাওয়া শরীরের জন্য ভালো নয়, তার মধ্যে অন্যতম ঠান্ডা পানীয়। ডিম খাওয়ার পর কখনও কোল্ড ড্রিংস খাওয়া ভালো নয়।

কখনও ডিম বা ডিম দিয়ে বানানো খাবার খাওয়ার পর চিনি খাবেন না। ডিম ও চিনি একসঙ্গে পেটে গেলে বা পরপর খেতে গেলে তৈরি হয় অ্যামিনো অ্যাসিড। যা রক্ত জমাট বাঁধাতে পারে।

ডিম বা ডিম দিয়ে তৈরি খাবার খাওয়ার পর ব্রেকফাস্টে অনেকে নানা ফল খান। সেখানে ভুলেও তরমুজ খাবেন না। এটা খেলে পেট খারাপ হতে পারে।

ডিম সেদ্ধ, পোচ বা ডিম দিয়ে বানানো জিনিস খাওয়ার পর ভুলেও চা বা কফি খাওয়া ঠিক নয়। এর ফলে হজমের সমস্যা হয়। অম্বল ও কোষ্ঠকাঠিন্যের সমস্যা হতে পারে।

ডিম এবং ডিম দিয়ে তৈরি কোনও কিছু খাবার পর সয়া মিল্ক খাওয়া ঠিক নয়। এটা খেলে ডিম থেকে যে পুষ্টি পাওয়া যায়, তা নষ্ট হয়ে যায়।

বিঃ দ্রঃ - উপরিল্লিখিত তথ্য স্বাস্থ্য সংক্রান্ত তথ্য থেকে প্রাপ্ত। এ বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।