17th July, 2025

শ্রাবণ মাসে মহাদেবকে তুষ্ট করতে ভুলেও খাবেন না এই ৫ খাবার

Credit -  Pinterest 

TV9 Bangla

কয়েকদিন আগে শুরু হয়েছে শ্রাবণ মাস। মহাদেবের ভক্তরা শিবের মাথায় জল ঢালতে যাচ্ছেন সোমবার। শ্রাবণের সোমবার শিবভক্তরা ভক্তিভরে মহাদেবের পুজো করেন।

শ্রাবণ মাস শুরু হতেই শিবের ভক্তরা শুরু করে দিয়েছেন উপোস করা ও তাঁর পুজো। এই মাসটিকে ভগবান শিবের মাস বলা হয়।

এই মাসে অনেকে সম্পূর্ণ নিরামিষ খাবার খান। শিবপুরাণেও বেশ কয়েকটি খাবারের কথা উল্লেখ রয়েছে, যা শ্রাবণ মাসে খাওয়া ভালো নয়।

শ্রাবণ মাসকে যেহেতু শিবের মাস বলা হয়, তাই অনেকে বলেন শিবের মাসে বেশ কিছু এমন খাবার রয়েছে, যা ছুঁলে সেই ব্যক্তির জীবনে চরম দুর্দশা ঘনিয়ে আসতে পারে।

শিবপুরাণ মতে, শ্রাবণ মাসে কাঁচা শাকসবজি খাওয়া নিষিদ্ধ। শ্রাবণ মাস যেহেতু মহাদেবকে উৎসর্গ করা হয়, তাই তাঁর ভক্তদের সবসময় খাঁটি খাবার খাওয়া উচিত।

এ মাসে কাঁচা দুধ পান কর নিষিদ্ধ। অনেকে তাই বলেন, দুধের বদলে দই বা ছানা খেতে পারেন। স্বাস্থ্যের বিষয়ও জড়িত। কারণ, কাঁচা দুধ খেলে দেহে পিত্তরস বাড়ে। যা বিপাকতন্ত্রে ক্ষতি করে।

যাঁরা মহাদেবের পুজো করেন, তাঁদের এই সময় মদ্যপান এড়িয়ে চলতে হবে। কারণ মদ যে কোনও ব্যক্তির শরীর ও মনের মধ্যে নেতিবাচক শক্তি সঞ্চার করে।

শ্রাবণ মাসে বেগুন খেতেও নিষেধ করা হয়। কুসংস্কার ভাবলেও এর নেপথ্যে আছে বৈজ্ঞানিক ভিত্তি। কারণ বর্ষায় বেগুন দ্রুত নষ্ট হয়, পচে যায় এবং পোকা ধরে।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হিন্দুধর্ম, শিবপুরাণ থেকে প্রাপ্ত তথ্য। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।