14th  December, 2024

ঠোঁটে ঠোঁট, উষ্ণ আদর, শীতের কলকাতায় এই জায়গায় চুটিয়ে করুন প্রেম

Credit - Getty Images

TV9 Bangla

শীতের মিঠে-কড়া রোদে তিলোত্তমার আনাচে কানাচে সঙ্গীকে নিয়ে ঘুরতে যেতে চান? শীতের কলকাতায় এই কয়েকটি জায়গায় চুটিয়ে করুন প্রেম।

ইকো পার্ক - শীত পড়লেই ভিড় বাড়ে নিউটাউনের ইকো পার্কে। উইকএন্ডে ভিড় খানিক বেশি হয়। প্রবেশ মূল্য ৩০ টাকা। এখানে মনোরম পরিবেশে শীতের দুপুরে সঙ্গীকে নিয়ে যেতে পারেন।

ইলিয়ট পার্ক - এখানে রয়েছে কৃত্রিম হ্রদ। চারিদিকে সবুজে ঘেরা। প্রকৃতির টান যদি থাকে আপনার ও আপনার সঙ্গীর, তা হলে শীতের এক দুপুরে ঢুঁ মারতে পারেন এখানে।

ভিক্টোরিয়া মেমোরিয়াল - ইলিয়ট পার্কের পাশেই ভিক্টোরিয়া মেমোরিয়াল। রানি ভিক্টোরিয়ার সম্মানে এই ঐতিহ্যশালী ভবন তৈরি হয়েছিল। দূর-দূরান্ত থেকে যাঁরা কলকাতায় আসেন, তাঁরাও এখানে একবার যানই।

বোটানিক্যাল গার্ডেন - আপনি ও আপনার সঙ্গী গাছ ভালোবাসলে কলকাতার বোটানিক্যাল গার্ডেনে বেড়াতে যেতে পারেন। প্রবেশ মূল্য ১০ টাকা। সবুজে ঘেরা এই জায়গা মন ভালো করে দেবে।

রবীন্দ্র সরোবর -এখানে রয়েছে কৃত্রিম জলাশয়। শীতে প্রচুর পরিযায়ী পাখি ভিড় জমায় এখানে। এক মনোরম দৃশ্য তৈরি হয়। বোটিংয়ের সুযোগ রয়েছে এখানে।

মিলেনিয়াম পার্ক - হুগলি নদীর ধারে হাওড়ার কাছে এই পার্ক রয়েছে। এখানে বিকেলে সূর্যাস্ত দেখার জন্য অনেকে ভিড় জমান। সঙ্গীকে নিয়ে পড়ন্ত বিকেলে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারেন।

 প্রিন্সেপ ঘাট - কলকাতার অন্যতম জনপ্রিয় জায়গা প্রিন্সেপ ঘাট। গঙ্গার তীরে এই জায়গা থেকে বিদ্যাসাগর সেতু পরিষ্কার দেখা যায়।