21st May, 2025

কোন কোন প্রাণী সাপের কামড়ে মারা যায় না? তালিকা শুনলে চমকে যাবেন

TV9 Bangla

Pic Credit- Canva

বেশিরভাগ মানুষ সাপ দেখলেই ভয় পেয়ে যান। বর্ষাকালে নানা জায়গায় সাপের আনাগোনা বেশি দেখা যায়। ঝোপঝাড়ে লুকিয়ে থাকে সাপ।

কাউকে একবার সাপ যদি কামড়ায়, আর দ্রুত চিকিৎসরা না করানো হয়, তাহলে সাপের বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে। তবে কয়েকটি প্রাণী রয়েছে, যাদের সাপ কামড়ালেও মারা যায় না। দেখুন তালিকায় কোন কোন প্রাণী রয়েছে।

নেউল বা বেজি হল তেমনই এক প্রাণী। যাকে সাপ কামড়ালেও মারা যায় না। কারণ নেউলের বিশেষ রোগ প্রতিরোধ ক্ষমতা রয়েছে। সাপের কামড়ের বেশি প্রভাব পড়ে না বেজির উপর।

ওপোসাম আর একটি প্রাণী, যাদের সাপের বিষ প্রতিরোধ করার ক্ষমতা রয়েছে। মিরক্যাট হল আর একরকম বেজি, যার সাপের বিষ সহ্য করার ক্ষমতা রয়েছে। তাই এই প্রাণীকে সাপ কামড়ালেও মারা যায় না।

কিছু বন্য শুয়োরকে যদি সাপ কামড়ায়, তা হলে সেই ভাবে প্রভাব পড়ে না। বিশেষজ্ঞরা জানিয়েছেন যে, জেনেটিক মিউটেশন সহ কিছু বন্য শুয়োরের সাপের বিষ সহ্য করার ক্ষমতা রয়েছে।

হেজহগ নামক প্রাণীটির সঙ্গে অনেকেই পরিচিত। আর এই প্রাণীটির সাপের বিষ সহ্য করার প্রাকৃতিক ক্ষমতা রয়েছে।

হানি ব্যাজার, যা রেটেল নামেও পরিচিত, এই প্রাণীটিও সাপের বিষ সহ্য করতে পারে। এই প্রাণীর দেহ এত ঘন, যে সাপের বিষ শরীরে প্রবেশই করতে পারে না।

বিশ্বব্যাপী মাঝে মাঝেই সাপের কামড়ে মানুষের মৃত্যু হওয়ার ঘটনা দেখা যায়। ভারতে এর পরিমাণ বেশি। সমীক্ষা বলছে প্রায় ৫০ হাজার মানুষ প্রতি বছর ভারতে সাপের কামড়ে মারা যায়।