21 February 2024
ট্রেকিংয়ে যাচ্ছেন? যা কিছু ব্যাগে নেবেন
credit: istock
TV9 Bangla
কেউ পছন্দ করেন অফবিট স্পটে গিয়ে দু'দিন নিরিবিলিতে বসে থাকতে। আবার কারও পছন্দ রোমাঞ্চকর ভ্রমণ, ট্রেকিং বা হাইকিং।
পাহাড়ের এবড়োখেবড়ো পথে, খাদের ধার ধরে, জঙ্গলের পথে গন্তব্যের দিকে এগিয়ে যাওয়াই ট্রেকিং। এর জন্য শরীর ফিট রাখা দরকার।
ট্রেকিং ব্যাগ ভারী করলে চলবে না। আপনাকেই বইতে হবে। কিন্তু কোন-কোন জিনিসগুলো অবশ্যই নিতে হবে? দেখে নিন এক নজরে।
ভাল মানের রুকস্যাক বেছে নিন। এমন রুকস্যাক বেছে নিন যার মধ্যে সমস্ত জিনিস রাখা যাবে এবং বৃষ্টিতেও কোনও ক্ষতি হবে না।
পাহাড়ি রাস্তায় হাঁটার জন্য সাপোর্ট দরকার। তাই ট্রেকিং স্টিক ও দড়ি সঙ্গে নিন। রক ক্লাইম্বিংয়ের সময় ট্রেকিংয়ের দড়ি কাজে আসে।
জঙ্গলের মাঝে রাত কাটানোর প্রয়োজন পড়তে পারে। তাই সঙ্গে তাঁবু ঘাটানোর সরঞ্জাম রাখুন। ট্রেকিং ক্যাম্পও সঙ্গে রাখতে পারেন।
ফার্স্ট এইড বক্স ছাড়া বেড়াতে যাওয়াই উচিত নয়। জরুরি ওষুধপত্র, ব্যান্ডেজ, ব্যথার স্প্রে ইত্যাদি জিনিসপত্র সঙ্গে রাখুন।
কম্পাস, লাইটার বা দেশলাই, টয়লেট পেপার, হ্যান্ড টিস্যু, স্যানিটাইজার, সানস্ক্রিন ও লিপবাম সঙ্গে নিন। এগুলো দরকার পড়ে।
আরও পড়ুন