17th January, 2025

মহাকুম্ভে 'বাবা'দের ভিড়, কারও মাথায় আনাজ, কারও পাগড়িতে ২ লক্ষ রুদ্রাক্ষ!

Credit - PTI, X

TV9 Bangla

দেশ বিদেশ থেকে বহু সাধু, সন্ন্যাসীরা মহাকুম্ভে এসেছেন। সেখানে নজর কেড়েছেন বহু বাবা এবং সাধুরা। এক ঝলকে দেখে নিন মহাকুম্ভে তেমনই ভাইরাল হওয়া কয়েকজন বাবার ছবি।

ছোটে বাবা - এ বারের মহাকুম্ভে এসেছেন এক ৩ ফুট ৪ ইঞ্চির বাবা। যাঁকে অনেকে ছোটে বাবা বলে ডাকেন। তিনি ৩২ বছর ধরে স্নান করেননি।

আইআইটি বাবা - পেশায় তিনি অ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। নেশা ছিল ফটোগ্রাফি। সেই ফটোগ্রাফির নেশাই শেষ অবধি তাঁকে ধর্মের কাছে নিয়ে আসে। পরবর্তীতে শিবের আরাধনায় মগ্ন হন তিনি।

রাধে পুরী বাবা - উজ্জয়িনের এই বাবা গত ১৪ বছর ধরে এক হাত উপরে তুলে রেখেছেন। এর মাধ্যমে তাঁর যোগার প্রতি ডেডিকেশনও ফুটে ওঠে।

অ্যাম্বাসাডর বাবা - গেরুয়া রংয়ের অ্যাম্বাসাডর নিয়ে প্রয়াগরাজে এসেছেন অ্যাম্বাসাডর বাবা। তিনি বহু পুরনো গাড়ি নিয়ে ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেন।

আনাজ ওয়ালে বাবা - সোনভদ্রের অমরজিৎ সকলের কাছে পরিচিতি পেয়েছেন আনাজ ওয়ালে বাবা নামে। তিনি নিজের মাথায় গম, মিলেট ও অন্যান্য শষ্য চাষ করেন।

IAS ওয়ালে বাবা - হোয়াটসঅ্যাপ মারফত এই বাবা ছাত্র-ছাত্রীদের IAS এর কোচিও করান। দীর্ঘ ৪০ বছর ধরে তিনি মৌন অবস্থায় রয়েছে। শুধু চা পান করে বেঁচে রয়েছেন তিনি।

রুদ্রাক্ষ বাবা - গীতানন্দ গিরি বাবা এ বারের মহাকুম্ভে ভাইরাল হয়েছেন। গত ১২ বছর ধরে তিনি ২ লক্ষ রুদ্রাক্ষ পরে রয়েছেন। যা তাঁর সনাতন ধর্মের প্রতি নিষ্ঠার প্রমাণ দেয়।

কবুতর ওয়ালে বাবা - মহন্ত রাজপুরী জি মহারাজ জনপ্রিয়তা পেয়েছেন 'কবুতর ওয়ালে বাবা'। এ বারের মহাকুম্ভে তিনি নজর কেড়েছেন। মাথায় তাঁর সব সময় থাকে পায়রা।  

৭ ফুটের বাবা - রাশিয়ার বাসিন্দা আত্ম প্রেম গিরি ৭ ফুট লম্বা। অত্যন্ত সুঠাম তাঁর দেহ। পেশিবহুল এই বাবা শোরগোল ফেলেছেন নেটদুনিয়ায়।