19 JUN 2025

শ্রীকৃষ্ণের নিধিবনে গেলে সত্যিই কি মানুষের মৃত্যু হয়?

credit:Getty Images, pinterest

TV9 Bangla

একটি বা দুটি নয়, ৪৭টি সমাধি রয়েছে নিধিবনে। এলাকাবাসী বলেন, এই  সমাধিগুলো তাঁদের,যাঁরা নিয়ম অমান্য করে এই নিধিবনে থেকেছেন।

মূলত আটটি তালা দিয়ে বন্ধ রাখা হয় নিধিবনের দরজা। এমনকী মূল ফটকও বন্ধ থাকে। তারপরও নিরাপত্তা উপেক্ষা করে অনেকেই ঢুকে পড়েন এই বনে।

কেন নিধিবনে লোকজন যেতে চান? পুরানে বলে ভগবান কৃষ্ণ মধুবনে অন্যান্য গোপিনীদের নিয়ে রাসলিলা করতেন। এই মধুবনই বর্তমানে নিধিবন নামে পরিচিত।

কথায় বলেন, এখনও নাকি সন্ধে নামলে কৃষ্ণের উপস্থিতি টের পাওয়া যায় এই নিধিবনে। সেখানে নাকি তিনি রাসলিলা করেন।

এই নিধিবনে রয়েছে বিশাখাকুণ্ড নামে একটি জলাশয়। রাসলিলার পর ক্লান্ত গোপিনীরা সেখানে স্নানও করেন। আর কৃষ্ণ তখন রাধাকে নিয়ে পাড়ি দেন রঙমহলের উদ্দেশ্যে।

তবে কথায় বিশ্বাস না করে অনেকেই সন্ধের পরও নাকি ঢুকে পড়েন নিধিবনে। হয়ত রহস্য উন্মোচনের চেষ্টাও করেন।

এরপর তাঁদের বেশির ভাগকেই মৃত, কাউকে আবার মানসিক ভারসাম্যহীন অবস্থায় পাওয়া গিয়েছে। সাজানো আছে তাঁদেরই সমাধি।