10 June 2024

হেয়ার সিরাম শেষ? বাড়িতে বানিয়ে নিন

credit: istock

TV9 Bangla

চুলের পরিচর্যায় তেল, শ্যাম্পু ছাড়া চলে না। চাই কন্ডিশনারও। মাঝেমধ্যে হেয়ার প্যাকও ব্যবহার করেন। আর হেয়ার সিরাম মাখেন তো?

শ্যাম্পু করার পর চুলে হেয়ার সিরাম মাখার অভ্যাস অনেকেরই। এতে সহজেই চট ছেড়ে যায়। আর চুলের স্টাইলও নষ্ট হয় না।

বাজারচলতি হেয়ার সিরামের মধ্যে সিলিকন থাকে। এই সিলিকন দিনের পর দিন ব্যবহার করলে চুলের মারাত্মক ক্ষতি হয়।

বাজারচলতি হেয়ার সিরাম ব্যবহার করা থেকে সাবধান থাকা উচিত। বরং, প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন হেয়ার সিরাম।

অ্যালোভেরা জেল, গোলাপ জল, আমন্ড অয়েল ও টি ট্রি অয়েল দিয়ে বাড়িতেই বানাতে পারবেন হেয়ার সিরাম। কীভাবে? দেখে নিন।

১ টেবিল চামচ করে অ্যালোভেরা জেল, গোলাপ জল, আমন্ড অয়েল নিন। এটা একটা শিশিতে ঢেলে একসঙ্গে মিশিয়ে নিন।

একদম শেষে ওই শিশিতে কয়েক ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। তৈরি হেয়ার সিরাম। শ্যাম্পু করার পর ভিজে চুলেই এই সিরাম মাখুন। 

চুলের প্রাকৃতিক জেল্লা বজায় রাখার পাশাপাশি চুলের স্বাস্থ্য উন্নত করবে এই হেয়ার সিরাম। এটি মাখলে চুল হবে রেশমের মতো নরম।