মহা শিবরাত্রিতে এই নিয়মে পুজো করলেই কেল্লাফতে! মহাদেব তুষ্ট হলেই পূর্ণ হবে মনবাসনা
credit: Meta AI
TV9 Bangla
শিবরাত্রিতে মনের মানুষকে কাছে পেতে সারা দিন উপোস তো করবেন। কিন্তু এই দিন শিবপুজোর কিন্তু নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। জেনে নিন কী ভাবে পুজো করলে তুষ্ট হন দেবাদীদেব।
শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, মধু, দই ও ঘি নিবেদন করে লিঙ্গের অভিষেক করুন। মহাদেবের পুজোয় বেলপাতা অত্যন্ত প্রয়োজনীয়। এতে ভগবান শিব খুশি হন।
বেলপাতার পিছনের অংশ যেন শিবলিঙ্গে না লাগে, সেদিকে খেয়াল রাখুন। ধূপ-দীপ জ্বালিয়ে প্রসাদ নিবেদন করুন। ফল, মিষ্টি ও পাঁচ রকমের শস্য দিয়ে নৈবেদ্য সাজিয়ে দিন।
শিব লিঙ্গ অভিষেকের সময় 'ওঁ নমঃ শিবায়' বা 'মহামৃত্যুঞ্জয় মন্ত্র' জপ করুন। মহাশিবরাত্রির রাতে জেগে শিবচর্চা করলে শুভ ফল মেলে। পরের দিন সকালে ব্রত সমাপ্ত করে দান-ধর্ম করুন।
শিবলিঙ্গে শণ, ধুতরা, আখের রস ও চন্দন নিবেদন করতে পারেন। জল, কাঁচা দুধ, আকন্দ ও গোটা চাল নিবেদন করা শুভ।
'মহামৃত্যুঞ্জয় মন্ত্র' বা 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র জপ করা বিশেষ গুরুত্বপূর্ণ। রাত্রি জাগরণ করলে ভাল ও শিব স্তোত্র পাঠ করুন। শিবলিঙ্গের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন। এতে অর্থ সংকট দূর হবে।
বাড়িতে একটি ছোট শিবলিঙ্গ আনুন ও পুজোর পর স্থাপন করুন। এতে দারিদ্র্য দূর হবে। অন্তত ১০৮ বার 'ওঁ নমঃ শিবায়' মন্ত্র জপ করুন। এতে বিভিন্ন বাধাও কেটে যেতে পারে।