15th January, 2025

মহিলা নাগা সন্ন্যাসীরা কি পিরিয়ডসের সময় গঙ্গা স্নান করতে পারেন?

Credit - X, PTI

TV9 Bangla

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে হচ্ছে এ বার মহাকুম্ভ। প্রচুর সাধু, সন্ন্যাসীরা সেখানে ভিড় করেছেন। মহিলা নাগা সন্ন্যাসীদেরও মহাকুম্ভে দেখা যাচ্ছে।

অনেকের মনে এই প্রশ্ন জাগতে পারে যে মহিলা নাগা সন্ন্যাসীরা পিরিয়ডসের সময় কি গঙ্গায় স্নান করেন? মহিলাদের পিরিয়ডস হওয়া অবশ্য শরীরের একটি খুবই স্বাভাবিক বিষয়।

মহিলা নাগা সন্ন্যাসীদের কঠোর নিয়ম মেনে চলতে হয়। তাঁদের জীবন ভীষণ রহস্যময়। এ বারের মহাকুম্ভে একাধিক মহিলা নাগা সন্ন্যাসীদের দেখা যাচ্ছে।

যে মহিলা নাগা সন্ন্যাসী হতে চান, প্রথমত সেই মহিলাকে ৬-১২ বছর ব্রহ্মচর্য পালন করতে হয়। সেই সময়টা পেরিয়ে যেতে পারলে মেলে নাগা সাধ্বী হওয়ার সবুজ সংকেত।

মহিলা নাগা সন্ন্যাসীদের স্নানের ক্ষেত্রে বেশ কিছু নিয়ম রয়েছে। পুরুষ নাগা সন্ন্যাসীরা স্নান করার পর গঙ্গায় স্নান করেন মহিলা নাগা সাধ্বীরা।

পিরিয়ডস চলাকালীন মহিলা নাগা সন্ন্যাসীরা গঙ্গায় ডুব দেন না। সেই সময় তাঁরা নিজেদের শরীরে গঙ্গা জল ছিটিয়ে নেন।

মহিলা নাগা সন্ন্যাসীদের সেলাইবিহীন গেরুয়া কাপড় পরতে হয়। তবে মাসিকের সময় তাঁরা নিম্নাঙ্গে একটি ছোট কাপড় পরেন।

বিঃ দ্রঃ - এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা ধর্মীয় বিশ্বাসের উপর ভিত্তি করে। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।